shono
Advertisement
Cough Syrup

‘বিষাক্ত’ কফ সিরাপ খেয়ে ১১ শিশুর মৃত্যু দেশে! তামিলনাড়ুতে নিষিদ্ধ হল বিক্রি

২ বছরের কমবয়সিদের কফ সিরাপ নয়, নির্দেশ কেন্দ্রের।
Published By: Biswadip DeyPosted: 10:47 AM Oct 04, 2025Updated: 10:47 AM Oct 04, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আতঙ্ক ছড়াচ্ছে কফ সিরাপ। মাত্র ১৪ দিনের মধ্যে ৯ শিশুর মৃত্যু হয়েছে মধ্যপ্রদেশে। রাজস্থান থেকেও এসেছে দু'জনের মৃত্যুর খবর। এই পরিস্থিতিতে তামিলনাড়ু সরকার সেখানে 'কোল্ডরিফ' নামের বিতর্কিত সেই সিরাপের বিক্রি নিষিদ্ধ করার সিদ্ধান্ত নিল। সেই সঙ্গে বাজার থেকে ওই সিরাপের সমস্ত বোতল সরানোর নির্দেশও দেওয়া হয়েছে।

Advertisement

দক্ষিণী রাজ্যের খাদ্য সুরক্ষা ও ওষুধ প্রশাসন বিভাগের তরফে জানানো হয়েছে, বিভিন্ন এলাকায় ওই সিরাপ প্রস্তুতকারী কারখানাগুলিকে এই সংক্রান্ত নির্দেশ দেওয়া হয়েছে। সংবাদ সংস্থা পিটিআইকে জানানো হয়েছে, রাজস্থান, মধ্যপ্রদেশ ও পুদুচেরিতে পাঠানো হত সিরাপগুলি। নমুনা সংগ্রহ করে পাঠানো হচ্ছে সরকারি ল্যাবরেটরিতে। দেখা হবে ওই ওষুধে সত্যিই 'ডাইথিলিন গ্লাইকল' নামের বিশেষ রাসায়নিকটি আছে কিনা। এদিকে শুক্রবারই স্বাস্থ্য মন্ত্রকের তরফে সমস্ত রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলিতে নির্দেশ দেওয়া হয়েছে ২ বছরের কমবয়সিদের কোনওভাবেই কফ সিরাপ প্রেসক্রাইব করা যাবে না।

গত কয়েকদিন ধরেই মধ্যপ্রদেশের ছিন্দওয়ারা এবং রাজস্থানের সিকার এলাকায় পরপর শিশুমৃত্যুর ঘটনা ঘটেছে। সামান্য জ্বর থেকেই আচমকা কিডনি বিকল হয়ে মৃত্যু হচ্ছিল তাদের। বৃহস্পতিবার পর্যন্ত সবমিলিয়ে ছিন্দওয়ারাতেই ৯ শিশুর মৃত্যু হয়েছে। ইতিমধ্যেই কফ সিরাপ নিয়ে বিশেষ সতর্কতা জারি করা হয়েছে ছিন্দওয়ারায়। জ্বর হলেই অসুস্থ শিশুটিকে সরকারি হাসপাতালে ৬ ঘণ্টার জন্য নজরদারিতে রাখা হচ্ছে। অবস্থার অবনতি হলে শিশুদের জেলা হাসপাতালে পাঠানো হচ্ছে। প্রাইভেট চিকিৎসকদের বারণ করা হয়েছে তাঁরা যেন জ্বরে আক্রান্ত শিশুদের চিকিৎসা না করেন। ১৯টি ব্যাচের কফ সিরাপ বিক্রি নিষিদ্ধ করে দিয়েছে রাজস্থান সরকার। পরিবার সূত্র জানা গিয়েছে, মৃত শিশুদের প্রত্যেকের বয়স পাঁচ বছরের নিচে। আরও ১০ জন শিশু এই কফ সিরাপ খেয়ে গুরুতর অসুস্থ।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • আতঙ্ক ছড়াচ্ছে কফ সিরাপ। মাত্র ১৪ দিনের মধ্যে ৯ শিশুর মৃত্যু হয়েছে মধ্যপ্রদেশে। রাজস্থান থেকেও এসেছে দু'জনের মৃত্যুর খবর।
  • এই পরিস্থিতিতে তামিলনাড়ু সরকার সেখানে 'কোল্ডরিফ' নামের বিতর্কিত সেই সিরাপের বিক্রি নিষিদ্ধ করার সিদ্ধান্ত নিল।
  • সেই সঙ্গে বাজার থেকে ওই সিরাপের সমস্ত বোতল সরানোর নির্দেশও দেওয়া হয়েছে।
Advertisement