সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আর্থিক তছরুপের মামলায় ১৮ ঘণ্টার ম্যারাথন জেরার পরে গ্রেপ্তার হলেন তামিলনাড়ুর বিদ্যুৎমন্ত্রী ভি সেন্থিল বালাজি (V Senthil Balaji)। মঙ্গলবার গভীর রাতে তাঁকে গ্রেপ্তার করল কেন্দ্রীয় সংস্থা ইডি। আর তারপরই রীতিমতো কান্নায় ভেঙে পড়তে দেখা যায় বালাজিকে। অসুস্থ হয়ে পড়েন তিনি। তাঁকে মেডিক্যাল পরীক্ষার জন্য আনা হলে গাড়ি থেকে নামানোই যাচ্ছিল না। শেষপর্যন্ত পাঁজাকোলা করে নামিয়ে ভিতরে নিয়ে যাওয়া হয় ডিএমকে নেতাকে।
স্ট্যালিনের (MK Stalin) ঘনিষ্ঠ সেন্থিলের বিরুদ্ধে বেআইনি অর্থ লেনদেন সংক্রান্ত কয়েকটি অভিযোগ রয়েছে। এর আগে গত মে মাসে তাঁর বাড়িতে হানা দিয়েছিল আয়কর বিভাগ। এরপর মঙ্গলবার সেন্থিলের বাড়ি, তামিলনাড়ুর সচিবালয়-সহ একাধিক ঠিকানায় তল্লাশি অভিযান চালায় ইডি। সেন্থিলের অভিযোগ, তাঁকে না জানিয়েই তল্লাশি চালাতে এসেছেন ইডির আধিকারিকরা। তবে তিনি তদন্তে সহযোগিতা করবেন। অবশেষে শুরু হয় জিজ্ঞাসাবাদ। পরে তাঁকে গ্রেপ্তার করা হয় বাড়ি থেকেই। এরপর তিনি কেবল অসুস্থই হয়ে পড়েননি, গাড়িতে শুয়ে রীতিমতো ফুঁপিয়ে ফুঁপিয়ে কাঁদতে থাকেন।
[আরও পড়ুন: মুসলিম তরুণীকে প্রেমের নৃশংস ‘শাস্তি’! যুবককে খুন করে আট টুকরো করা হল দেহ]
এদিকে তাঁর বাড়িতে ইডির হানার পরই ডিএমকে (DMK) সুপ্রিমো এম কে স্ট্যালিন ফুঁসে ওঠেন। তিনি বলেছেন,”মানুষ বিজেপির ভীতি প্রদর্শনের রাজনীতি দেখছেন। বিজেপি রাজনৈতিক ভাবে যাঁদের মোকাবিলা করতে পারছে না, তাঁদের ভয় দেখাতে কেন্দ্রীয় সংস্থাগুলিকে ব্যবহার করছে। কিন্তু এ ভাবে ওরা সফল হতে পারবে না।” স্ট্যালিনের প্রশ্ন, সেন্থিল তো শুরু থেকেই তদন্তে সহযোগিতা করে আসছেন, তাহলে তাঁর বাড়িতে এভাবে ইডি হানা কেন? বুধবার বালাজিকে দেখতে হাসপাতালেও যান তিনি।
এরাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও পাশে দাঁড়িয়েছেন বালাজির। তাঁর অভিযোগ, ‘এভাবে একজন মন্ত্রীর বাড়ি এবং সচিবালয়ে তল্লাশি মেনে নেওয়া যায় না। বিজেপি মরিয়া হয়ে উঠেছে।’