shono
Advertisement
BJP

'তিব্বত ছাড়তে হবে চিনকে', অরুণাচল-লোভী বেজিংকে কড়া হুঁশিয়ারি বিজেপি নেতার

সেভেন সিস্টার দখলের স্বপ্ন দেখা বাংলাদেশকেও কড়া বার্তা।
Published By: Amit Kumar DasPosted: 02:38 PM Dec 30, 2025Updated: 02:38 PM Dec 30, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: অরুণাচল-লোভী চিনকে এবার কড়া বার্তা বিজেপির। অরুণাচল প্রদেশকে ভারতের অবিচ্ছেদ্য অংশ বলে জানানোর পাশাপাশি বিজেপি নেতা তাপির গাঁও জানালেন, 'সময় আসছে, দখল করে রাখা তিব্বত ছাড়তে হবে চিনকে।' শুধু তাই নয়, সেভেন সিস্টার দখলের স্বপ্ন দেখা বাংলাদেশকেও কড়া বার্তা দিয়েছেন তাপির।

Advertisement

অরুণাচল প্রদেশকে 'দক্ষিণ তিব্বত' বলে দীর্ঘদিন ধরে দাবি করে আসছে চিন। তবে বেজিংয়ের সেই দাবি বারবার খারিজ করেছে দিল্লি। এই ইস্যুতেই অরুণাচল প্রদেশে বিজেপির শীর্ষ নেতা তাপির গাঁও বলেন, "চিন অরুণাচলকে দক্ষিণ তিব্বত বলে দাবি করে। ভারত বারবার চিনের সেই দাবি খারিজ করে বলে এসেছে এটা ভারতের অভিন্ন অংশ। অরুণাচল তিব্বতের অংশ কখনও ছিল না। ১৪তম দলাই লামাও বহুবার একথা বলেছেন। উনি বলেছেন, একদিন তিব্বত অবশ্যই চিনের হাত থেকে মুক্ত হবে। সেদিন আর বেশি দূরে নেই।"

পাশাপাশি বাংলাদেশের উদ্দেশেও বার্তা দিয়েছেন তাপির। তিনি বলেন, উত্তর-পূর্ব ভারত নিয়ে স্বপ্ন দেখা বন্ধ করা উচিত বাংলাদেশের। মনে রাখা উচিত, এই ভারত বর্তমানে নরেন্দ্র মোদির সরকারের অধীনে। আর তাঁর সম্পূর্ণ মনোযোগ বাংলাদেশ এবং মায়ানমার থেকে আসা অনুপ্রবেশকারীদের উপর। ওই বিজেপি নেতার কথায়, বাংলাদেশ উত্তর-পূর্ব দখলের স্বপ্ন দেখছে। ভুলে যাওয়া উচিত নয়, আমরা 'চিকেন নেক'কে ২২ কিলোমিটার পর্যন্ত বাড়িয়েছি। এখন এটি চট্টগ্রাম পাহাড়ে পৌঁছেছে। আজকের ভারত যে কোনও কিছু করতে পারে। পাশাপাশি যেসব অবৈধ বাংলাদেশী এবং রোহিঙ্গারা ভারতে প্রবেশ করেছে তাদের ফেরত পাঠানো হবে বলেও বার্তা দেন তিনি।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • অরুণাচল-লোভী চিনকে এবার কড়া বার্তা বিজেপির।
  • বিজেপি নেতা তাপির গাঁও জানালেন, 'সময় আসছে, দখল করে রাখা তিব্বত ছাড়তে হবে চিনকে।'
  • সেভেন সিস্টার দখলের স্বপ্ন দেখা বাংলাদেশকেও কড়া বার্তা দিয়েছেন তাপির।
Advertisement