shono
Advertisement

বোর্ডিং পাস না পেয়ে বিমানবন্দরে তাণ্ডব সাংসদের, দেখুন ভিডিও

দেরিতে করে বিমানবন্দরে পৌঁছনোয় বোর্ডিং পাস দিতে চায়নি ইন্ডিগো৷ The post বোর্ডিং পাস না পেয়ে বিমানবন্দরে তাণ্ডব সাংসদের, দেখুন ভিডিও appeared first on Sangbad Pratidin.
Posted: 10:11 PM Jun 15, 2017Updated: 04:41 PM Jun 15, 2017

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: শেষ মুহূর্তে বিমানে আসন বদল করা হয়েছিল৷ তার জন্য এয়ার ইন্ডিয়ার এক কর্মীকে চপ্পলপেটা করেছিলেন শিব সেনা সাংসদ  রবীন্দ্র গায়কোয়াড়৷ আর এবার হায়দরাবাদগামী বিমানে ওঠার বোর্ডিং পাস না পেয়ে, বিশাখাপত্তনম বিমানবন্দরে তাণ্ডব চালালেন অন্ধ্রপ্রদেশের শাসক দল টিডিপি-র সাংসদ জেসি দিবাকর রেড্ডি৷

Advertisement

[ জাতীয় সংগীত চলাকালীন সঙ্গম! কলেজ পত্রিকার কার্টুনে বিতর্ক]

জানা গিয়েছে, বৃহস্পতিবার সকালে ইন্ডিগোর বিমানে বিশাখাপত্তনম থেকে হায়দরাবাদ যাওয়ার কথা ছিল দিবাকর রেড্ডির৷ কিন্তু, নির্ধারিত সময়ের কিছুটা পরে বিমানবন্দরে পৌঁছান তিনি৷ তাই সাংসদকে বিমানে ওঠার বোর্ডিং পাস দিতে অস্বীকার করে বিমান সংস্থাটি৷ আর তাতেই অগ্নিশর্মা হয়ে ওঠে টিডিপি সাংসদ জেসি দিবাকর রেড্ডি৷ প্রথমেই বিমানকর্মীদের অশ্রাব্য গালিগালাজ করতে শুরু করেন তিনি৷ এরপর ইন্ডিগোর টিকিট কাউন্টারের সামনে ভাঙচুর চালান৷ গোটা ঘটনাটি ধরা পড়েছে বিমানবন্দরের সিসিটিভি ক্যামেরায়৷

 

#CCTVVisuals: TDP MP JC Diwakar Reddy created ruckus at Visakhapatnam airport today,allegedly raged against staff using aggressive behaviour pic.twitter.com/JqUtcyKq0e

— ANI (@ANI_news) 15 June 2017

ইন্ডিগোর তরফে এক বিবৃতিতে বলা হয়েছে, যাত্রীদের নিরাপত্তা সুনিশ্চিত করাই তাদের একমাত্র অগ্রাধিকার৷ গোটা ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে৷ প্রসঙ্গত, ডিসিসিএ-র নির্দেশিকা মেনে এখন দেশের সবকটি বিমানবন্দরে ডোমেস্টিক ফ্লাইটের ক্ষেত্রে, বিমান ছাড়ার ৪৫ মিনিট আগে চেক-ইন কাউন্টার বন্ধ করে দেওয়া হয়৷

[ গ্রামের নাম ‘স্ন্যাপডিল ডট কম নগর’, ঠিকানা ভারত]

গত মার্চে বিমানের আসন বদল হওয়াতে দিল্লি বিমানবন্দরে এয়ার ইন্ডিয়ার এক কর্মীকে চপ্পলপেটা করেছিলেন শিব সেনা সাংসদ রবীন্দ্র গায়কোয়াড়৷ পুণে থেকে দিল্লি যাওয়ার জন্য এয়ার ইন্ডিয়ার বিমানে একটি বিজনেস ক্লাস টিকিট বুক করেছিলেন তিনি৷ কিন্তু, সাংসদকে জানানো হয়, কিছু সমস্যার কারণে তাঁকে ইকোনমি ক্লাসের টিকিট দেওয়া হচ্ছে৷ তাতেই নারাজ হন ওই শিব সেনা সাংসদ এবং দিল্লিতে পৌঁছনোর পর বিমান থেকে নামতে অস্বীকার করেন৷ হই-হট্টগোলের মধ্যে এক বিমানকর্মী নামতে বললে, তাঁকে ২৫ বার চপ্পলপেটা করেন শিব সেনা সাংসদ রবীন্দ্র গায়কোয়াড়৷ ফলাও করে সে কথা সংবাদমাধ্যমে জানিয়েও দেন তিনি৷ এই ঘটনা নিয়ে বিস্তর জলঘোলা হয়৷ রবীন্দ্র গায়কোয়াড়ের বিমান যাত্রার ওপর নিষেধাজ্ঞা জারি করে এয়ার ইন্ডিয়া সহ দেশের অন্যান্য বিমানসংস্থাগুলি৷ শেষপর্যন্ত নিজের কৃতকর্মের জন্য ক্ষমা চেয়ে নেন শিব সেনা সাংসদ রবীন্দ্র গায়কোয়াড়৷

The post বোর্ডিং পাস না পেয়ে বিমানবন্দরে তাণ্ডব সাংসদের, দেখুন ভিডিও appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement
toolbarHome ই পেপার toolbarup মহানগর toolbarvideo শোনো toolbarshorts রোববার