সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: শেষ মুহূর্তে বিমানে আসন বদল করা হয়েছিল৷ তার জন্য এয়ার ইন্ডিয়ার এক কর্মীকে চপ্পলপেটা করেছিলেন শিব সেনা সাংসদ রবীন্দ্র গায়কোয়াড়৷ আর এবার হায়দরাবাদগামী বিমানে ওঠার বোর্ডিং পাস না পেয়ে, বিশাখাপত্তনম বিমানবন্দরে তাণ্ডব চালালেন অন্ধ্রপ্রদেশের শাসক দল টিডিপি-র সাংসদ জেসি দিবাকর রেড্ডি৷
[ জাতীয় সংগীত চলাকালীন সঙ্গম! কলেজ পত্রিকার কার্টুনে বিতর্ক]
জানা গিয়েছে, বৃহস্পতিবার সকালে ইন্ডিগোর বিমানে বিশাখাপত্তনম থেকে হায়দরাবাদ যাওয়ার কথা ছিল দিবাকর রেড্ডির৷ কিন্তু, নির্ধারিত সময়ের কিছুটা পরে বিমানবন্দরে পৌঁছান তিনি৷ তাই সাংসদকে বিমানে ওঠার বোর্ডিং পাস দিতে অস্বীকার করে বিমান সংস্থাটি৷ আর তাতেই অগ্নিশর্মা হয়ে ওঠে টিডিপি সাংসদ জেসি দিবাকর রেড্ডি৷ প্রথমেই বিমানকর্মীদের অশ্রাব্য গালিগালাজ করতে শুরু করেন তিনি৷ এরপর ইন্ডিগোর টিকিট কাউন্টারের সামনে ভাঙচুর চালান৷ গোটা ঘটনাটি ধরা পড়েছে বিমানবন্দরের সিসিটিভি ক্যামেরায়৷
#CCTVVisuals: TDP MP JC Diwakar Reddy created ruckus at Visakhapatnam airport today,allegedly raged against staff using aggressive behaviour pic.twitter.com/JqUtcyKq0e
— ANI (@ANI_news) 15 June 2017
ইন্ডিগোর তরফে এক বিবৃতিতে বলা হয়েছে, যাত্রীদের নিরাপত্তা সুনিশ্চিত করাই তাদের একমাত্র অগ্রাধিকার৷ গোটা ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে৷ প্রসঙ্গত, ডিসিসিএ-র নির্দেশিকা মেনে এখন দেশের সবকটি বিমানবন্দরে ডোমেস্টিক ফ্লাইটের ক্ষেত্রে, বিমান ছাড়ার ৪৫ মিনিট আগে চেক-ইন কাউন্টার বন্ধ করে দেওয়া হয়৷
[ গ্রামের নাম ‘স্ন্যাপডিল ডট কম নগর’, ঠিকানা ভারত]
গত মার্চে বিমানের আসন বদল হওয়াতে দিল্লি বিমানবন্দরে এয়ার ইন্ডিয়ার এক কর্মীকে চপ্পলপেটা করেছিলেন শিব সেনা সাংসদ রবীন্দ্র গায়কোয়াড়৷ পুণে থেকে দিল্লি যাওয়ার জন্য এয়ার ইন্ডিয়ার বিমানে একটি বিজনেস ক্লাস টিকিট বুক করেছিলেন তিনি৷ কিন্তু, সাংসদকে জানানো হয়, কিছু সমস্যার কারণে তাঁকে ইকোনমি ক্লাসের টিকিট দেওয়া হচ্ছে৷ তাতেই নারাজ হন ওই শিব সেনা সাংসদ এবং দিল্লিতে পৌঁছনোর পর বিমান থেকে নামতে অস্বীকার করেন৷ হই-হট্টগোলের মধ্যে এক বিমানকর্মী নামতে বললে, তাঁকে ২৫ বার চপ্পলপেটা করেন শিব সেনা সাংসদ রবীন্দ্র গায়কোয়াড়৷ ফলাও করে সে কথা সংবাদমাধ্যমে জানিয়েও দেন তিনি৷ এই ঘটনা নিয়ে বিস্তর জলঘোলা হয়৷ রবীন্দ্র গায়কোয়াড়ের বিমান যাত্রার ওপর নিষেধাজ্ঞা জারি করে এয়ার ইন্ডিয়া সহ দেশের অন্যান্য বিমানসংস্থাগুলি৷ শেষপর্যন্ত নিজের কৃতকর্মের জন্য ক্ষমা চেয়ে নেন শিব সেনা সাংসদ রবীন্দ্র গায়কোয়াড়৷
The post বোর্ডিং পাস না পেয়ে বিমানবন্দরে তাণ্ডব সাংসদের, দেখুন ভিডিও appeared first on Sangbad Pratidin.
