shono
Advertisement

Prasanna Roy: নিয়োগ দুর্নীতি মামলায় সুপ্রিম কোর্টে জামিন ‘মিডলম্যান’ প্রসন্ন রায়ের

প্রসন্ন রায়ের হয়ে আদালতে সওয়াল করেন আইনজীবী মুকুল রোহতগি।
Posted: 01:41 PM Nov 10, 2023Updated: 02:44 PM Nov 10, 2023

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় স্বস্তি ‘মিডলম্যান’ প্রসন্ন রায়ের। বৃহস্পতিবার সুপ্রিম কোর্ট তাঁর জামিন মঞ্জুর করে। এই নিয়ে মোট তিনজন জামিনে মুক্তি পেলেন।

Advertisement

শুক্রবার শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় সুপ্রিম কোর্টের ভর্ৎসনার মুখে পড়ে সিবিআই। প্রসন্ন রায়কে ‘মিডলম্যান’ হিসাবে গ্রেপ্তার করা হলেও কেন রাঘববোয়ালদের ছুঁতে পারল না সিবিআই, সে প্রশ্ন করেন বিচারপতি। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার তরফে জানানো হয়, “আমরা কয়েকজন সরকারি কর্মীকে গ্রেপ্তার করেছি। শিক্ষক নিয়োগ দুর্নীতি আকারে বিরাট। তাই সময় লাগছে।” কতদিনে ‘সব বড় মাথাদের’ গ্রেপ্তার করা সম্ভব হবে, সে প্রশ্নও করেন বিচারপতি। সুপ্রিম কোর্টের প্রশ্ন, “আপনার যতদিন বড় মাথাদের গ্রেপ্তার করতে পারছেন না, ততদিন কী জেলে থাকবেন প্রসন্ন?” এদিকে, জামিনের আবেদন জানান প্রসন্ন রায়ের আইনজীবী মুকুল রোহতগি। সওয়াল জবাব শেষে জামিন পান প্রসন্ন রায়।

[আরও পড়ুন: Jyotipriya Mallick: হাত ও পায়ে যন্ত্রণা, পক্ষাঘাত হয়ে যেতে পারে! ভয়ে কাঁটা বালু]

উল্লেখ্য, ২০২২ সালের নভেম্বর মাসে শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় গ্রেপ্তার হন পার্থ চট্টোপাধ্যায় ‘ঘনিষ্ঠ’ মিডলম্যান প্রসন্ন রায়। তাঁর গ্রেপ্তারির পর থেকে একের পর এক সম্পত্তির খোঁজ পাওয়া যায়। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সূত্রে খবর, হাওড়ার গাদিয়াড়ার পাশাপাশি সুন্দরবনেও প্রায় ৫০ কোটি টাকার দু’টি হোটেলের মালিক প্রসন্ন। দ্বিতীয় বিয়ের পর স্ত্রী নীলিমাকে বিলাসবহুল হোটেল দুটি উপহার দিয়েছিলেন। শুধু তাই নয়, সুন্দরবনে পর্যটন ব‌্যবসা পোক্ত করার জন‌্য তিনটি বিলাসবহুল জলযানও কিনেছিলেন। তদন্তকারীদের দাবি, নিয়োগের জন্য নেওয়া ঘুষের টাকায় একের পর এক সম্পত্তি কেনা হয়েছিল।

[আরও পড়ুন: নজরে লোকসভা, ডিসেম্বরের শুরুতেই উত্তরবঙ্গে যাচ্ছেন মমতা]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement