shono
Advertisement
Vijay Devarakonda

রানা ডগ্গুবতি, বিজয় দেবরাকোন্ডা-সহ ২৫ তারকার বিরুদ্ধে FIR, কী অভিযোগ তেলেঙ্গানা সরকারের?

আল্লু অর্জুনের গ্রেপ্তারির রেশ কাটতে না কাটতেই এফআইআর জনপ্রিয় তারকাদের বিরুদ্ধে।
Published By: Anwesha AdhikaryPosted: 02:00 PM Mar 20, 2025Updated: 02:05 PM Mar 20, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: রানা ডগ্গুবতি, প্রকাশ রাজ, বিজয় দেবরাকোন্ডার মতো একঝাঁক তারকার বিরুদ্ধে এফআইআর দায়ের করল তেলেঙ্গানা সরকার। জানা গিয়েছে, ২৫ জন তারকার বিরুদ্ধে দায়ের হয়েছে এফআইআর। বেআইনি বেটিং অ্যাপের বিজ্ঞাপন এবং প্রচারের অভিযোগ রয়েছে এই ২৫ জনের বিরুদ্ধে। তাই প্রতারণা-সহ একাধিক ধারায় এফআইআর দায়ের হয়েছে দক্ষিণী সুপারস্টারদের বিরুদ্ধে।

Advertisement

জানা গিয়েছে, বেআইনি বেটিং অ্যাপের সঙ্গে যুক্ত অভিনেতা এবং সোশাল মিডিয়া ইনফ্লুয়েন্সারদের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন ফণীন্দ্র শর্মা নামে এক ব্যবসায়ী। তাঁর অভিযোগ, বিপুল জনপ্রিয় এই তারকাদের সোশাল মিডিয়া ব্যবহার করে বেটিং সংস্থাগুলি তাদের অ্যাপ এবং ওয়েবসাইটের প্রচার করছে। যেহেতু জনপ্রিয় তারকারা এই বিজ্ঞাপনের সঙ্গে যুক্ত, তাই প্রভাবিত হচ্ছেন আমজনতা। বিশেষত মধ্যবিত্ত এবং নিম্ন-মধ্যবিত্ত পরিবারগুলি আকৃষ্ট হচ্ছেন এবং প্রচুর আর্থিক লোকসানের শিকার হচ্ছেন। ফণীন্দ্র শর্মা নিজেও এই বেটিং অ্যাপে বিনিয়োগ করার কথা ভেবেছিলেন। তবে পরিবারের পরামর্শে শেষ পর্যন্ত সরে আসেন।

তারপরেই ২৫ জন তারকার বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন ফণীন্দ্র। মাঞ্চু লক্ষ্মী, প্রণিতা, নিধি আগরওয়াল, অনন্যা নাগালা, সিরি হনুমানথুর মতো একঝাঁক তারকার বিরুদ্ধে ফণীন্দ্রর অভিযোগের ভিত্তিতেই দায়ের হয় এফআইআর। ভারতীয় ন্যায় সংহিতার ধারা অনুযায়ী প্রতারণা এবং আইটি আইনের বেশ কয়েকটি ধারাতেও এফআইআর দায়ের হয়েছে। তবে এখনও তারকাদের তরফে কোনও প্রতিক্রিয়া মেলেনি এই এফআইআর নিয়ে।

কিন্তু প্রশ্ন উঠছে তেলেঙ্গানা সরকারের ভূমিকা নিয়ে। গত ডিসেম্বর মাসে পুষ্পা ২ ছবির প্রিমিয়ারে পদপিষ্ট হয়ে একজনের মৃত্যু হয়। সেই ঘটনায় গ্রেপ্তার করা হয় বিখ্যাত অভিনেতা আল্লু অর্জুনকে। তারপর থেকেই অভিনেতাদের সঙ্গে তেলেঙ্গানা সরকারে সম্পর্ক শীতল হয়েছে বলে মত ওয়াকিবহাল মহলের। সেই ঘটনার রেশ কাটতে না কাটতেই এবার একঝাঁক অভিনেতার বিরুদ্ধে এফআইআর দায়ের করল তেলেঙ্গানা সরকার।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • বেআইনি বেটিং অ্যাপের সঙ্গে যুক্ত অভিনেতা এবং সোশাল মিডিয়া ইনফ্লুয়েন্সারদের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন ফণীন্দ্র শর্মা নামে এক ব্যবসায়ী।
  • মাঞ্চু লক্ষ্মী, প্রণিতা, নিধি আগরওয়াল, অনন্যা নাগালা, সিরি হনুমানথুর মতো একঝাঁক তারকার বিরুদ্ধে ফণীন্দ্রর অভিযোগের ভিত্তিতেই দায়ের হয় এফআইআর।
  • গত ডিসেম্বর মাসে পুষ্পা ২ ছবির প্রিমিয়ারে পদপিষ্ট হয়ে একজনের মৃত্যু হয়। সেই ঘটনায় গ্রেপ্তার করা হয় বিখ্যাত অভিনেতা আল্লু অর্জুনকে।
Advertisement