shono
Advertisement

Breaking News

পেট্রলের দাম কমায় বেঁচেছে ৯ পয়সা, প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে দান ব্যক্তির

কটাক্ষেই কেন্দ্রের বিরুদ্ধে প্রতিবাদ৷ The post পেট্রলের দাম কমায় বেঁচেছে ৯ পয়সা, প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে দান ব্যক্তির appeared first on Sangbad Pratidin.
Posted: 12:46 PM Jun 05, 2018Updated: 01:01 PM Jun 05, 2018

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: টানা ষোলো দিন ধরে বেড়েছিল পেট্রলের দাম৷ তারপর কমেছিল মোটে এক পয়সা৷ সেই হার দেখে চোখ কপালে উঠেছিল অনেকেরই৷ দেশের মানুষ প্রশ্ন তুলেছিলেন এ কি রসিকতা নাকি! তারপর ছয়, সাত পয়সা হয়ে সর্বোচ্চ দাম কমেছে ৯ পয়সা৷ এবার সে পয়সা প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে ফিরিয়ে দিয়ে কেন্দ্রকে জবাব দিলেন এক ব্যক্তি৷

Advertisement

 ভারতীয় সংবিধান এই মুহূর্তে বিপন্ন, মত গোয়ার আর্চবিশপের ]

নেটদুনিয়ায় এখন ঘুরছে সে ছবি৷ গায়ত্রী ব্যাংকের চেক, পেয়ির জায়গায় লেখা প্রাইম মিনিস্টার ন্যাশনাল রিলিফ ফান্ড৷ অর্থাৎ প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের জন্যই চেকটি কাটা হয়েছে৷ কিন্তু অর্থের জায়গায় চোখ রেখেই সকলে তাজ্জব হচ্ছেন৷ লেখা আছে ৯ পয়সা৷ ভাষায় এবং সংখ্যায় একই৷ কোথাও কোনও ফারাক নেই৷ ভুল যে ওই ব্যক্তি লেখেননি তা স্পষ্ট৷ তাহলে লিখলেন কেন? আসলে কেন্দ্রকে জবাব দিতেই এই চেক কাটা হয়েছে৷ অগ্নিমূল্য পেট্রলের জেরে প্রায় দিশেহারা দিশেবাসী৷ কিন্তু এখনও কোনও সদর্থক পদক্ষেপ করেনি প্রশাসন৷ কখনও বলা হচ্ছে জিএসটি কাউন্সিলের অন্তর্ভুক্ত করা হবে পেট্রোপণ্যকে৷ কখনও আবার অন্য কিছু৷ কিন্তু কাজের কাজ কিছুই হচ্ছে না৷ ফলে দাম কমছে না পেট্রলের৷ অনেকের আবার ধারণা, দাম বাড়তে বাড়তে শ’য়ের কোটা ছুঁলে তবেই তা কমানোর দিকে ঝুঁকবে প্রশাসন৷ বিশেষ কিছু পদক্ষেপ নিলে এই মুহূর্তে দাম কমতেও পারে৷ যেভাবে দু’একটি রাজ্য ভরতুকি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে৷ সেভাবে কেন্দ্রও কোনও পদক্ষেপ নিতে পারত৷ তবে ভোটের মুখে সে পদক্ষেপ নিয়ে তা নির্বাচনী প্রচারে কাজে লাগানো হবে বলেও কেউ কেউ মনে করছেন৷

জল্পনা যাই হোক না কেন পেট্রলের ছেঁকা লাগছে আম আদমির গায়ে৷ ষোলো দিনের মূল্যবৃদ্ধির পর যদি ৯ পয়সা সর্বোচ্চ দাম কমে তবে আর বলার কিছু থাকে না৷ কটাক্ষেই তাই কেন্দ্রকে জবাব দিয়েছেন তেলেঙ্গানার ওই ব্যক্তি৷ ৯ পয়সা দাম কমায় বেঁচেছে এটুকুই৷ সেটুকু তিনি তুলে দিতে চান প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে৷ রসিকতার ছলে তাঁর এই প্রতিবাদ ইতিমধ্যেই শোরগোল ফেলেছে নেটদুনিয়ায়৷

The post পেট্রলের দাম কমায় বেঁচেছে ৯ পয়সা, প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে দান ব্যক্তির appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement
toolbarHome ই পেপার toolbarup মহানগর toolbarvideo শোনো toolbarshorts রোববার