স্টাফ রিপোর্টার, নয়াদিল্লি: গত ৩ নভেম্বর অষ্টম বেতন কমিশন তাদের টার্ম অব রেফারেন্স জানিয়ে দিলেও কবে থেকে তা বাস্তবায়িত হবে, এখনও তা চূড়ান্ত হয়নি। এক লিখিত প্রশ্নের জবাবে এই তথ্য দিয়েছে কেন্দ্রীয় অর্থমন্ত্রক। ফলে যে লক্ষ লক্ষ কেন্দ্রীয় সরকারি কর্মচারী ও পেনশনভোগীরা ভাবছিলেন, নতুন বছরের শুরু থেকেই তাঁদের বেতন বৃদ্ধি হয়ে যাবে, তাঁদের সেই স্বপ্নভঙ্গ হল।
দেশের প্রায় ৫০.১৪ লাখ কেন্দ্রীয় সরকারি কর্মচারী ও ৬৯ লাখ পেনশনভোগী তাকিয়ে রয়েছেন অষ্টম বেতন কমিশনের সুপারিশ কার্যকর করা নিয়ে কেন্দ্রীয় ঘোষণার দিকে। সংসদে সেই প্রশ্নই তোলেন আরএসপি সাংসদ এন কে প্রেমচন্দন, ডিএমকে সাংসদ থিরু থাঙ্গা তামিলসেলভান-সহ অন্যরা। তার জবাবেই কেন্দ্রীয় অর্থমন্ত্রকের রাষ্ট্রমন্ত্রী পঙ্কজ চৌধুরি জানান, অষ্টম বেতন কমিশন গঠনের ১৮ মাসের মধ্যে সুপারিশ জমা পড়বে। তারপর অষ্টম বেতন কমিশন কার্যকর করার দিনক্ষণ নিয়ে সিদ্ধান্ত নেবে সরকার। অর্থাৎ, সরকারের হাতে এখনও বেশ কিছুটা সময় রয়েছে। বিশেষজ্ঞদের মতে, ২০২৬ সালের ১ জানুয়ারি থেকে অষ্টম বেতন কমিশন কার্যকর হবে কি না, সে বিষয়ে সরকার এখনও কোনও চূড়ান্ত সিদ্ধান্ত নেয়নি।
উল্লেখ্য, ২০২৬ সালের ১ জানুয়ারি থেকেই কার্যকর হওয়ার কথা ছিল অষ্টম বেতন কমিশন। মনে করা হচ্ছিল, এর ফলে ৫০ লক্ষেরও বেশি কেন্দ্রীয় সরকারি কর্মচারী বেসিক থেকে, অ্য়ালাওন্সেস, পেনশন ও অন্য়ান্য সুযোগ সুবিধা সবেতেই লাভবান হবেন। শোনা গিয়েছিল, অষ্টম বেতন কমিশন চালু হলে কেন্দ্রীয় সরকারি কর্মীদের বেতন একলাফে অনেকটা বেড়ে যেতে পারে। এক সর্বভারতীয় সংবাদমাধ্যমের দাবি, ‘ফিটমেন্ট ফ্যাক্টর’ ২.৫৭ থেকে বাড়িয়ে ২.৮৬ হতে পারে। এর অর্থ কর্মীদের বেসিক বেতন বাড়বে হু হু করে। অর্থাৎ কারও বেসিক বেতন যদি ১৮ হাজার টাকা থাকে, তাঁর বেসিক বেতন বেড়ে হবে ৫১ হাজার ৪৮০ টাকা। তবে আপাতত অষ্টম বেতন কমিশন কবে কার্যকর হবে, তা নিয়ে সংশয় তৈরি হয়েছে।
