সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: নিরীহ দেখতে মোবাইল অ্যাপ থেকেই চুরি যেতে পারে আপনার নেট ব্যাঙ্কিং পিন, পাসওয়ার্ড-সহ যাবতীয় তথ্য। এই মর্মে গ্রাহকদের সতর্ক করল আইসিআইসিআই, স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার মতো নামী ব্যাঙ্কগুলি। থার্ড পার্টি মোবাইল অ্যাপ ব্যবহারের বিষয়ে ইউজারদের সতর্ক করল রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক এসবিআই।
(বিস্ফোরক অভিযোগ হোয়াটসঅ্যাপের বিরুদ্ধে, কেন্দ্রকে নোটিস সুপ্রিম কোর্টের)
এসবিআই কর্তাদের অভিযোগ, ইউনিফায়েড পেমেন্ট ইন্টারফেস বা UPI প্ল্যাটফর্ম ব্যবহার করে বেশ কিছু থার্ড পার্টি অ্যাপ গ্রাহকদের অজান্তেই তাঁদের ব্যাঙ্কিং তথ্য হাতিয়ে নিচ্ছে। তবে নির্দিষ্ট করে কোনও অ্যাপের বিরুদ্ধে অভিযোগ করেনি এসবিআই। তবে এ বিষয়ে ইতিমধ্যেই কড়া পদক্ষেপ গ্রহণ করেছে আইসিআইসিআই ব্যাঙ্ক। PhonePe UPI অ্যাপ যাঁরা ব্যবহার করেন, সেই সব গ্রাহকদের ‘ব্লক’ করেছে আইসিআইসিআই। ফ্লিপকার্টের অধীনস্ত PhonePe একটি থার্ড পার্টি অ্যাপ। সংস্থার সিইও সমীর নিগম গত শনিবার এই বিষয়ে টুইটারে সরব হয়েছেন।
(যে ১০টি ক্ষেত্রে ভারত গো-হারা হারাবে আমেরিকা-চিনকেও)
The post অ্যাপ থেকে লোপাট ব্যাঙ্কের তথ্য, সতর্ক করল SBI appeared first on Sangbad Pratidin.