shono
Advertisement

জানেন, কুলভূষণের হয়ে লড়তে কত টাকা নিচ্ছেন আইনজীবী?

অঙ্কটা বেশ অবাক করার মতোই৷ The post জানেন, কুলভূষণের হয়ে লড়তে কত টাকা নিচ্ছেন আইনজীবী? appeared first on Sangbad Pratidin.
Posted: 08:34 AM May 16, 2017Updated: 03:04 AM May 16, 2017

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পাকিস্তানের হাতে বন্দি প্রাক্তন ভারতীয় নৌসেনাকে ছাড়াতে বিশ্ব আদালতের দ্বারস্থ হয়েছে ভারত৷ চলছে মামলার শুনানি৷ ভারতের হয়ে কুলভূষণের পক্ষে লড়ছেন হরিশ সলভে৷ কিন্তু এ কাজ করার জন্য তিনি কত টাকা নিচ্ছেন? অঙ্কটা বেশ অবাক করার মতোই৷

Advertisement

সম্প্রতি তাঁর চার্জের কথা জানালেন বিদেশমন্ত্রী সুষমা স্বরাজ৷ দেশের প্রাক্তন সলিসিটর জেনারেলের উপরই এই মামলায় ভরসা রেখেছে ভারত৷ এখনও অবধি মামলায় ভারতের অগ্রগতিও প্রশংসনীয়৷ যেদিকে এগোচ্ছে, তাতে সুবিচার পাওয়ার আশাই জোরদার হচ্ছে৷ আর এ সবই সম্ভব হচ্ছে দুঁদে আইনজীবী হরিশ সলভের কারণে৷ বিশ্ব আদালতে এমন একটা গুরুত্বপূর্ণ বিষয়কে তুলে ধরা চাট্টিখানি কথা নয়৷ হরিশ সলভের অভিজ্ঞতাই ভারতকে এক্ষেত্রে অনেকটা নিশ্চিন্ত করতে পেরেছে৷  ফলত তাঁর চার্জের অঙ্কটাও আকাশছোঁয়া হওয়ারই কথা৷ কিন্তু তিনি নিচ্ছেন মোটে ১ টাকা৷ হ্যাঁ, শুনতে অবাক লাগলেও, এটাই তাঁর চার্জ৷ এমনটাই জানিয়েছেন বিদেশমন্ত্রী৷

কুলভূষণ যাদবকে চর সন্দেহে আটক করেছে পাকিস্তান৷ এমনকী সে দেশের সেনা আদালত তাঁর মৃত্যুদণ্ডও ধার্য করেছে৷ ভারতের সব অনুরোধ উপেক্ষা করার পরই এই ঘটনার জল গড়িয়েছে বিশ্ব আদালতে৷ পাকিস্তানের দাবি ছিল, কুলভূষণের চরবৃত্তির প্রমাণ আছে তাদের হাতে৷ সেই মর্মে আদালতে একটি ভিডিও চালানোর আর্জি জানায় পাকিস্তান৷ যদিও বিশ্ব আদালত তা নাকচ করে দিয়েছে৷ উল্টোদিকে হরিশ সলভে তুলে ধরেছেন যে, কীভাবে ভারতকে পুরো বিষয়ে অন্ধকারে রাখা হয়েছে সে কথা৷ কনসুলার অ্যাকসেস কীভাবে নাকচ করেছে পাকিস্তান তা বিস্তারিতভাবে জানান তিনি৷ ভিয়েনা সম্মেলনের নির্ধারিত সিদ্ধান্ত যে এতে লঙ্ঘিত হচ্ছে তাও জানান তিনি৷ এই বিচার চলার আগেই যাতে কুলভূষণকে মৃত্যুদণ্ড কার্যকর না করা হয়, সে কারণে পাকিস্তানের বিরুদ্ধে প্রমাণবিহীন ভুয়ো তদন্তের অভিযোগও এনেছে ভারত৷

সমস্ত প্রক্রিয়ায় খুশি কেন্দ্র৷ এক কেন্দ্রীয় মন্ত্রী জানাচ্ছেন, বিশ্ব আদালতে বিচারপ্রক্রিয়া যেভাবে চলছে তাতে কুলভূষণ কাণ্ডে সুবিচার মিলবে বলেই আশা করা যায়৷

 

The post জানেন, কুলভূষণের হয়ে লড়তে কত টাকা নিচ্ছেন আইনজীবী? appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement
toolbarHome ই পেপার toolbarup রাজধানী এক্সপ্রেস toolbarvideo ISL10 toolbarshorts রোববার