সোমনাথ রায়, নয়াদিল্লি: সব ঝঞ্ঝাট শেষে দিল্লি পৌঁছলেন গরুপাচারে অভিযুক্ত অনুব্রত মণ্ডল (Anubrata Mandal)। মঙ্গলবার রাত ৯টার খানিক আগে দিল্লিতে পৌঁছায় তাঁর বিমান। ইডি সূত্রের খবর, মঙ্গলবার রাত সাড়ে ১১টায় তাঁকে স্পেশ্যাল সিবিআই বিচারকের সামনে পেশ করা হবে।
ইডির (ED) নিরাপত্তারক্ষীদের ঘেরাটোপে বিমানবন্দর থেকে মেডিক্যাল পরীক্ষা করাতে নিয়ে যাওয়া হয় দাপুটে তৃণমূল নেতাকে। দিল্লির সফদরজং হাসপাতালে স্বাস্থ্য পরীক্ষা হয় ‘কেষ্ট’র। স্বাস্থ্য পরীক্ষার পর রাতেই তাঁকে ইডি অফিস থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে স্পেশ্যাল সিবিআই বিচারক রাকেশ কুমারের সামনে পেশ করা হবে বলেই খবর। বিচারক কী নির্দেশ দেন, সেটাই এখন দেখার।
[আরও পড়ুন: আদানি কাণ্ডে চিনা নাগরিকের ‘সন্দেহজনক ভূমিকা’, জাতীয় সুরক্ষা নিয়ে প্রশ্ন কংগ্রেসের]
উল্লেখ্য, দিল্লি (Delhi) যাত্রা ঠেকাতে নেহাত কম কাঠখড় পোড়াননি অনুব্রত। কলকাতা হাই কোর্ট এবং দিল্লির একাধিক আদালতে মামলা দায়ের করেছিলেন তিনি। কিন্তু সব চেষ্টা বৃথা যায়। ইডি অনুব্রতকে জিজ্ঞাসাবাদের জন্য দিল্লি নিয়ে যাওয়ার অনুমতি পায়। তারপরও জেল কর্তৃপক্ষ, ইডি এবং রাজ্য পুলিশের টানাপোড়েনে অনুব্রতর দিল্লি যাত্রা বিলম্বিত হয়। কিন্তু সব ঝঞ্ঝাট মিটিয়ে মঙ্গলবার বাংলার সীমানা পেরিয়ে রাজধানীতে নেমে পড়েছেন তিনি।
[আরও পড়ুন: গালে গাল ঠেকিয়ে আবিরকে রং মাখালেন ঋতাভরী, ভালবাসায় রঙিন ‘ফাটাফাটি’র নয়া ভিডিও]
মঙ্গলবার সকালে আসানসোল থেকে কলকাতায় আনা হয় অনুব্রতকে। কলকাতার জোকা ইএসআই (Joka ESI) হাসপাতালে স্বাস্থ্যপরীক্ষা করা হয় তাঁর। চিকিৎসকরা তাঁকে ‘ফিট’ সার্টিফিকেট দিলে হাসপাতাল থেকে বিমানবন্দরে নিয়ে যাওয়া হয় কেষ্টকে। সেখানেও তিনি জানান, তাঁর শরীর খারাপ লাগছে। শ্বাসকষ্টের জন্য ইনহেলার নিতেও দেখা যায় তাঁকে। কিন্তু সেসব বিশেষ পাত্তা না দিয়েই ইডি আধিকারিকরা তাঁকে দিল্লিগামী বিমানে বসিয়ে দেন। সেখানে একাধিক নিরাপত্তারক্ষী এবং একজন চিকিৎসকও ছিলেন। শেষ পর্যন্ত নির্বিঘ্নেই দিল্লি পৌঁছন তিনি।