shono
Advertisement

সোনিয়া ফোন করলে কংগ্রেসকে বাড়তি আসন! ‘সৌজন্য’ দেখাতে রাজি তৃণমূল

'সৌজন্য আসনে'র বদলে মেঘালয়, অসমে বাড়তি আসন চায় তৃণমূল।
Posted: 01:25 PM Jan 12, 2024Updated: 01:27 PM Jan 12, 2024

নন্দিতা রায়, নয়াদিল্লি: বাংলায় দুইয়ের বেশি আসনে লড়ার ক্ষমতা নেই কংগ্রেসের। তবে সোনিয়া গান্ধী যদি মমতা বন্দ্যোপাধ্যায়কে (Mamata Banerjee) ফোন করেন তাহলে বাড়তি একটি আসন সৌজন্যের খাতিরে ছেড়ে দেওয়া হতে পারে। ইঙ্গিত মিলল তৃণমূল সূত্রে। তবে, ওই বাড়তি আসনের জন্য মেঘালয় এবং অসমে তৃণমূলকে আসন ছাড়তে হবে। শর্ত চাপাচ্ছে রাজ্যের শাসকদল।

Advertisement

ইন্ডিয়া জোটের শরিকদের সঙ্গে আসন রফা নিয়ে আলোচনা শুরু করেছে এআইসিসি। ইতিমধ্যেই একাধিক শরিক দলের শীর্ষ নেতাদের সঙ্গে আলোচনা করে ফেলেছে কংগ্রেসের জোট কমিটি। তবে তৃণমূলের সঙ্গে কংগ্রেসের সরাসরি জোট আলোচনা এখনও শুরু হয়নি। যা হচ্ছে ব্যাক চ্যানেলে। অন্যান্য দলের নেতারা যেমন নিজেদের শীর্ষ নেতাদের দিল্লি পাঠিয়ে কংগ্রেসের সঙ্গে আলোচনা করছে। তৃণমূল তেমন কিছু করতে রাজি নয়। সূত্রের খবর, আলাদা করে কংগ্রেসের (Congress) জোট কমিটির সঙ্গে বৈঠক করতে মমতা দিল্লিতে কোনও দূতকে পাঠাবেন না।

[আরও পড়ুন: নিজের মৃত্যু কি আগেই বুঝতে পেরেছিলেন বিবেকানন্দ! কী হয়েছিল শেষ দিন?]

তৃণমূল সূত্র বলছে, কংগ্রেসকে ঘরোয়াভাবে জানিয়ে দেওয়া হয়েছে গত লোকসভা নির্বাচনে তাঁদের জেতা দুটি আসনে তৃণমূল প্রার্থী দেবে না। তাতে কংগ্রেসের বক্তব্য, ওই সংখ্যা নিতান্ত কম এবং গ্রহণযোগ্য নয়। সেক্ষেত্রে তৃণমূল জানিয়েছে, কংগ্রেসকে বাড়তি আসন ছাড়া যাবে কিনা, সেই সিদ্ধান্ত নিতে পারেন একমাত্র দলনেত্রী। তৃণমূল সূত্রের বক্তব্য, যদি সোনিয়া গান্ধী (Sonia Gandhi) নিজে মমতাকে সরাসরি অনুরোধ করেন, তা হলে আরও একটি আসন ছাড়া হতে পারে।

[আরও পড়ুন: বিলকিস কাণ্ডে ৯ অভিযুক্ত নিখোঁজ! তালা ঝুলছে গুজরাটের গ্রামের বাড়িতে!]

ওই আসনকে ‘সৌজন্য আসন’ বলা হচ্ছে তৃণমূলের (TMC) তরফে। সেক্ষেত্রে মেঘালয়ে অতিরিক্ত একটি আসন এবং অসমে দু’টি আসন কংগ্রেসের কাছ থেকে চাইছে তৃণমূল। যদিও কংগ্রেস শীর্ষ নেতৃত্ব আশাবাদী, অন্যান্য রাজ্যের মতো বাংলাতেও আসন জট দ্রুত মিটবে। তৃণমূলের সঙ্গে রফা করার সবরকম চেষ্টা হচ্ছে কংগ্রেসের তরফে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement