shono
Advertisement

Mamata in Meghalaya: ‘শুধু মেঘালয় নয়, উত্তর-পূর্বের সব রাজ্যে যাবে TMC’, ঘোষণা মমতার

উত্তর-পূর্বের রাজ্যগুলিকে নিয়ে জোট তৈরি করবে তারা, জানালেন তৃণমূল নেত্রী।
Posted: 02:17 PM Feb 22, 2023Updated: 02:21 PM Feb 22, 2023

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: লোকসভা ভোটের আগে তৃণমূলের পাখির চোখ উত্তর-পূর্ব ভারত। শুধু মেঘালয় নয়, সেভেন সিস্টারেই যাবে ঘাসফুল শিবির। মেঘালয়ে রাজাবালার সভা থেকে এমন বার্তাই দিলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। উত্তর-পূর্বের সাত রাজ্যেই যাবে তৃণমূল। সেই রাজ্যগুলিকে নিয়ে জোট তৈরি করবে তারা, জানালেন তৃণমূল নেত্রী।

Advertisement

ভোটের আগে মেগা প্রচারে মেঘালয়ে (Meghalaya) গিয়েছেন তৃণমূল সভানেত্রী। রাজাবালার সভা থেকে বিজেপি, কংগ্রেসকে একহাত নেন তিনি। বলেন, “দিল্লি থেকে বিজেপি-কংগ্রেস এসে আপনাদের পাশে দাঁড়াবে না। আমরা আপনাদের কাছের রাজ্য। আপনাদের বন্ধু। আপনারা তো অনেকে চিকিৎসা করাতে বাংলায় আসেন।” মেঘালয়ের বাসিন্দাদের পাশে থাকার বার্তা দিয়ে বাংলার মুখ্যমন্ত্রী বলেন, চিকিৎসার স্বার্থে বাংলায় এলে রাজ্য সরকার তাঁদের পাশে থাকবে।

[আরও পড়ুন: এবার ফ্রিজ হল অনুব্রতর পরিচারকের ব্যাংক অ্যাকাউন্ট, এত টাকার উৎস কী? তদন্তে CBI]

এরপরই উত্তর-পূর্বের রাজ্যগুলিকে নিয়ে জোট গঠনের বার্তা দেন তিনি। তৃণমূল সভানেত্রীর কথায়, “শুধু মেঘালয় নয়, উত্তর-পূর্বের সব রাজ্যে যাবে তৃণমূল। তাদের নিয়ে একটা অ্য়ালায়েন্স বানাব। উত্তর-পূর্বের রাজ্যগুলির গেটওয়ে হবে শিলিগুড়ি।” জোট গড়ে ২০২৪ সালে বিজেপিকে ধুয়ে মুছে সাফ করে দেওয়ার বার্তা দেন তিনি। মমতার কথায়, ২০২৪ সালে বিজেপির একমাত্র ওষুধ তৃণমূল। 

[আরও পড়ুন: গুগল-মাইক্রোসফ্‌টের নামে মার্কিন নাগরিকদের অ্যাকাউন্ট সাফ, জোড়া অভিযানে কলকাতায় ধৃত ১৬]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement