সোমনাথ রায়: তামিলনাড়ুতে অল্পের জন্য প্রাণে বাঁচলেন একটি লোকাল ট্রেনের প্রায় ৫০০ জন যাত্রী। মঙ্গলবার সকালে ভিলুপুরম রেলস্টেশনের কাছে পুদুচেরিগামী ওই ট্রেনের পাঁচটি বগি লাইনচ্যুত হয়। যদিও লোকো পাইলট বা চালকের তৎপরতায় বড় দুর্ঘটনা এড়ানো গিয়েছে। ঘটনার জেরে প্রায় তিন ঘণ্টা ওই লাইনে ট্রেন চলাচল বন্ধ থাকে। ঠিক কী ঘটেছিল?
মঙ্গলবার ভোর ৫টা বেজে ২৫ মিনিট নাগাদ যাত্রিবাহী লোকাল ট্রেনটি পুদুচেরির উদ্দেশ্যে রওনা দিয়েছিল। ভিলুপুরম রেলস্টেশন ছেড়ে ট্রেন কিছুটা এগোতেই রেললাইনে বিকট শব্দ হয়। এইসঙ্গে প্রবল ঝাঁকুনি হয় ট্রেনে। আতঙ্কিত হয়ে পড়েন যাত্রীরা। যদিও দেরি না করে ট্রেন দাঁড় করিয়ে দেন চালক। এইসঙ্গে নিকটবর্তী স্টেশনে দুর্ঘটনার খবর দেন তিনি। দ্রুত ছুটে আসেন রেলকর্মীরা। তাঁরাই যাত্রীদের ট্রেন নামতে সাহায্য করেন।
রেল সূত্রে জানা গিয়েছে, লোকো পাইলটের তৎপরতায় দুর্ঘটনা এড়ানো গিয়েছে। এর ফলেই নিহত বা আহতের খবর নেই। তবে আতঙ্ক এখনও কাটেনি। কেন লাইনচ্যুত হল ট্রেন, সেই বিষয়ে তদন্ত শুরু হয়েছে। উল্লেখ্য, গুজরাট হোক বা মধ্যপ্রদেশ, কিংবা উত্তরপ্রদেশ, সাম্প্রতিক সময়ে সাম্প্রতিক সময়ে বার বার ট্রেন লাইনচ্যুত হওয়ায় রেলের যাত্রীসুরক্ষা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে।