shono
Advertisement
Fake passport

জাল নথিতে কাবুলের নওরোজ হল কলকাতার আকবর! কলকাতা পুলিশের জালে আফগান যুবক

পুলিশ সূত্রে খবর, ধৃত নওরোজ ওরফে আকবর ২০১৯ সালের ১ আগস্ট কাবুল থেকে দিল্লি হয়ে কলকাতায় আসে।
Published By: Sucheta SenguptaPosted: 12:14 AM Jan 18, 2025Updated: 12:36 AM Jan 18, 2025

অর্ণব আইচ: বাংলাদেশের পর এবার ভুয়ো পাসপোর্ট কাণ্ডে নাম উঠল আফগানিস্তানের। আগেই কলকাতায় ভুয়ো পাসপোর্ট কাণ্ডে নাম জড়িয়েছিল বাংলাদেশিদের। এবার জাল নথি সংগ্রহ করে পাসপোর্ট বানানোর ছক কষতে গিয়ে কলকাতা পুলিশের হাতে গ্রেপ্তার এক আফগান যুবক। সাড়ে পাঁচ বছর আগে আফগানিস্তান থেকে কলকাতায় এসে নিজের ভোল বদলে ফেলেছিল সে। খালিদ নওরোজ খলিল সহজেই কলকাতায় এসে হয়ে গিয়েছিল সৈয়দ আকবর খান। ব‌্যক্তি এক। অথচ জন্মের তারিখের নিরিখে তিন বছরের ছোট-বড়। এহেন অবাস্তব নথি সামনে আসতেই সন্দেহ হয় সিকিউরিটি কন্ট্রোলের গোয়েন্দাদের। নওরোজ ওরফে আকবরকে দীর্ঘক্ষণ জেরার পর এসসিও-র গোয়েন্দারা তাকে গ্রেপ্তার করেন। শুক্রবার তাকে আলিপুর আদালতে তোলা হলে তার জামিনের আবেদন জানান আইনজীবী। তা নাকচ কর ২৪ জানুয়ারি পর্যন্ত আকবর ওরফে নওরোজকে পুলিশ হেফাজতে রাখার নির্দেশ দেন বিচারক।

Advertisement

পুলিশ জানিয়েছে, ধৃত ওই আফগান যুবক ২০১৯ সালের ১ আগস্ট কাবুল থেকে দিল্লিতে আসে। দিল্লিতে থাকেন নওরোজ ওরফে আকবরের মা জার গুল ও হজরত খান ওরফে নিজাম খলিল। কিছুদিন দিল্লিতে থাকার পর তাকে তার বাবা কলকাতায় পরিচিতদের কাছে পাঠিয়ে দেন। দক্ষিণ কলকাতার চারু মার্কেট থানা এলাকার প্রিন্স বখতিয়ার শাহ রোডে থাকতে শুরু করে সে। অন‌্য পাখতুন তথা আফগানদের সঙ্গে সে সুদের কারবার করতে থাকে।

২০২০ সালের ২০ জানুয়ারি পর্যন্ত ছিল তার ভিসার তারিখ। তখনও দেশে সেভাবে করোনা পরিস্থিতি তৈরি করেনি। কিন্তু তখনই নওরোজ সিদ্ধান্ত নেয় যে, আফগানিস্তানে ফিরে যাবে না। কলকাতার একটি চক্রের মাধ‌্যমে প্রথমে জাল আধার কার্ড বানায়। আসল নথি অনুযায়ী নওরোজের জন্ম ১৯৯৬ সালের ১ সেপ্টেম্বর। অথচ আধার কার্ডে তার জন্ম তারিখ ১৯৯৩ সালের ২৮ ডিসেম্বর। এমনকী, আধার কার্ডে বদলে দেওয়া হয় তার বাবার নামও। ওই আধার কার্ড তৈরি করেই তার ভিত্তিতে সে ২০২২ সালে কলকাতা পুরসভার জাল জন্ম শংসাপত্র, জাল ভোটার কার্ড, প‌্যান কার্ড, রেশন কার্ডও বানিয়ে নেয়। ওই নথিগুলির মাধ‌্যমে একটি রাষ্ট্রায়ত্ত ব‌্যাঙ্কের অ‌্যাকাউন্ট, গ‌্যাস সংযোগও নেয়! কলকাতায় রীতিমতো জাঁকিয়ে বসে সে।

সম্প্রতি এই ভুয়া নথিগুলির ভিত্তিতেই পাসপোর্টের আবেদন করে ওই যুবক। কলকাতায় জাল পাসপোর্ট ধরা পড়ার পর যথেষ্ট সতর্ক হয়েছে পুলিশ। তাই পাসপোর্ট অফিস থেকে যখন কলকাতা পুলিশের অভিবাসন দপ্তরে এই নথিগুলি পাঠানো হয়, তখনই সন্দেহ হয় এসসিও আধিকারিকের। দেখা যায়, আধার কার্ডটি জাল। তার আফগান পাসপোর্টেরও হদিশ পান গোয়েন্দারা। তাঁরা জানতে পারেন যে, ২০২৪ সালের ১১ জুলাই ওই আফগান পাসপোর্টের মেয়াদও শেষ হয়েছে। কলকাতা থেকে বিদেশে যাওয়ার জন‌্য এবার ভারতীয় পাসপোর্ট তৈরির ছক কষে ওই আফগান যুবক। তাকে জেরা করে এই চক্রের অন‌্যদের সন্ধান চলছে বলে জানিয়েছে পুলিশ।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • জাল পাসপোর্ট বানাতে গিয়ে এবার কলকাতা পুলিশের হাতে গ্রেপ্তার আফগান যুবক।
  • নওরোজ ওরফে আকবর নামে ওই যুবক ২০১৯ সালে কাবুল থেকে দিল্লি হয়ে কলকাতায় আসে।
  • কলকাতার একটি চক্রের মাধ‌্যমে প্রথমে জাল আধার কার্ড বানিয়ে এখানে থাকতে শুরু করে।
Advertisement