সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বড়সড় দুর্ঘটনার হাত থেকে অল্পের জন্য রক্ষা পেল রাজধানী এক্সপ্রেস৷ প্রহরীহীন লেভেল ক্রসিং পেরতে গিয়ে বেপরোয়া ট্রাকের ধাক্কায় লাইনচ্যুত রাজধানী এক্সপ্রেস৷ বৃহস্পতিবার সকালে এই দুর্ঘটনার জেরে ট্রাক চালকের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে৷ দুর্ঘটনায় জখম হয়েছে বেশ কয়েকজন যাত্রী৷ দুর্বার গতিতে ছুটে চলা রাজধানী এক্সপ্রেসের সঙ্গে ধাক্কা লাগায় টিনের বাক্সের মতো গুঁড়িয়ে গিয়েছে গোটা ট্রাকটি৷ পরে, ট্র্যাক থেকে ট্রাক সরিয়ে লাইনচ্যুত রাজধানী এক্সপ্রেস মেরামতির কাজ শুরু হয়৷ দুর্ঘটনার জেরে প্রায় ঘণ্টা তিনেকে অবরুদ্ধ হয়ে পড়ে ট্রেন চলাচল৷
[প্রাণনাশের হুমকি দিয়ে দিনের পর দিন বোনকে ধর্ষণ দুই দাদার]
জানা গিয়েছে, মধ্যপ্রদেশের মেঘনগর স্টেশনের অদূরে সাজলি রোডের উপর লেভেল ক্রসিং পেরনোর চেষ্টা করছিলেন একটি মালবাহী ট্রাক৷ প্রহরীহীন লেবেল ক্রসিং পেরতে গিয়ে হঠাৎ সামনে চলে আসে রাজধানী এক্সপ্রেস৷ দুর্ঘটনা এড়াতে শেষ চেষ্টা করেও ব্যর্থ হন ট্রাক চালক৷ মুহূর্তেই চলন্ত এক্সপ্রেসের একটি কামরায় সরাসরি ধাক্কা মারে ট্রাক৷ মুহূর্তেই লন্ডভন্ড হয়ে যায় ট্রাকের সামনের অংশ৷ ঘটনাস্থলেই ছিন্নবিচ্ছিন্ন হয়ে যায় চালকের দেহ৷ ট্রাকের ধাক্কায় লাইনচ্যুত হয় রাজধানীর দু’টি কামরা৷
[সবরীমালায় মহিলা প্রবেশের প্রতিবাদ, কেরল জুড়ে ১২ ঘণ্টা বনধ ভক্তদের]
এদিন সকালের এই দুর্ঘটনার সময় অধিকাংশ যাত্রীই শুয়ে ছিলেন৷ ট্রাকের ধাক্কায় এক্সপ্রেস লাইনচ্যুত হওয়ার ঘটনায় ছিটকে পড়েন যাত্রীরা৷ আহত হন বেশ কয়েকজন যাত্রী৷ আহতদের প্রাথমিক চিকিৎসারও ব্যবস্থা করা হয়৷ রেল সূত্রে খবর, দুর্ঘটনায় আহত যাত্রীরা নিরাপদেই রয়েছে৷ এদিনের এই দুর্ঘটনায় বড়সড় বিপত্তি না ঘটলেও প্রায় ঘণ্টাতিনেক বিপর্যস্ত হয়ে পড়ে ট্রেন চলাচল৷ পরে, রেলকর্মীরা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন৷ কিন্তু, কী কারণে এই দুর্ঘটনা? দুর্ঘটনার সময় লেভেল ক্রসিংয়ে কোন প্রহরী ছিল না, কীভাবে ট্রাকটি লাইনের উপর চলে এল তা নিয়েও বিভাগীয় তদন্ত শুরু করেছে রেল৷
The post লেভেল ক্রসিংয়ে ট্রাকের ধাক্কা রাজধানী এক্সপ্রেসে, জখম বেশ কয়েকজন যাত্রী appeared first on Sangbad Pratidin.