সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: নির্মীয়মাণ টানেলে ধস নেমে মর্মান্তিক দুর্ঘটনা রাজস্থানের কোটায়। শনিবার গভীর রাতে এই ঘটনার জেরে মৃত্যু হয়েছে এক শ্রমিকের। পাশাপাশি ধসে চাপা পড়ে গুরুতর আহত হয়েছেন আরও তিন শ্রমিক।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, রাজস্থানের মুকুন্দরা হিলস টাইগার রিজার্ভের পাশে দিল্লি-মুম্বই এক্সপ্রেসওয়েতে ৫ কিলোমিটার দৈর্ঘের ৮লেনের একটি টানেল নির্মাণের কাজ চলছিল। সুড়ঙ্গ খননের সময় শনিবার রাত ১টা থেকে ২টো নাগাদ হঠাৎ ধস নামে ওই টানেলে। সেই ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে যান চার জন শ্রমিক। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ ও অ্যাম্বুলেন্স। দ্রুত শুরু হয় উদ্ধার কাজ। ৩ শ্রমিককে আহত অবস্থায় উদ্ধার করা সম্ভব হলেও মৃত্যু হয়েছে একজনের। পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃত যুবকের নাম সামশের সিং। ৩৫ বছর বয়সি এই যুবক উত্তরাখণ্ডের বাসিন্দা।
মোদক থানার আধিকারি যোগেশকুমার শর্মা বলেন, আমরা দুর্ঘটনার খবর পাওয়ার সঙ্গে সঙ্গে ঘটনাস্থলের উদ্দেশে রওনা দেই। এবং উদ্ধারকাজ শুরু করা হয়। জানা যাচ্ছে, ওই টানেল নির্মাণ করছিল দিলীপ বিল্ডকোং নামে এক বেসরকারি সংস্থা। সেখানে এহেন দুর্ঘটনার ঘটনা প্রকাশ্যে আসতেই তৎপর হয়ে ওঠেন ন্যাশনাল হাইওয়ে অথরিটি অফ ইন্ডিয়া (NHAI)-এর আধিকারিকরা। রাতেই ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি পর্যবেক্ষণ করেন তাঁরা।
অন্যদিকে, আহত শ্রমিকদের তরফে অভিযোগ করার হয়েছে, নির্মাণকাজ চলার সময় তাঁদের সুরক্ষার জন্য কোনও ব্যবস্থা নেওয়া হয়নি। এমনকি সেফটি উপকরণও দেওয়া হয়নি কর্মীদের। যদিও এই দুর্ঘটনার পর এখনও কোনও মন্তব্য করেনি অভিযুক্ত ওই সংস্থা। টানেলের নিরাপত্তা সংক্রান্ত অডিট শুরু করেছেন NHAI-এর আধিকারিকরা।