সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ফের বিপর্যয় উত্তরাখণ্ডে (Uttarakhand)! এবার দেবভূমের নির্মীয়মাণ সুড়ঙ্গ ধসে বড়সড় দুর্ঘটনা ঘটল কালীপুজোর সকালে। ধ্বংসস্তূপের ভিতরে আটকে অন্তত ৪০ জন শ্রমিক। যুদ্ধকালীন তৎপরতায় চলছে উদ্ধারকার্য। তবে এখনও কোনও মৃত্যুর খবর মেলেনি।
সারা বছর দর্শনার্থীরা যাতে চারধাম যেতে পারেন তাই ‘অল ওয়েদার’ অর্থাৎ সমস্ত আবহাওয়ার জন্য সুড়ঙ্গ তৈরি হচ্ছে। এই রাস্তা তৈরি হয়েছে উত্তরকাশী থেকে যমুনোত্রী ধাম যাওয়ার পথ অন্তত ২৬ কিলোমিটার কমবে। সেই প্রকল্পের অংশ হিসেবেই তৈরি হচ্ছে সুড়ঙ্গ। রবিবার সকাল চারটে নাগাদ আচমকাই সেই সুড়ঙ্গর একাংশ ধসে যায়। তবে দুর্ঘটনার কারণ কী, তা নিয়ে অবশ্য ধোঁয়াশা রয়েছে।
[আরও পড়ুন: দীপাবলিতে চরম অব্যবস্থা রেলে! কনফার্ম টিকিটেও মিলছে না আসন, হুড়োহুড়িতে মৃত্যু যাত্রীর]
উত্তরাখণ্ডের উত্তরকাশী জেলায় ব্রহ্মকাল-যমুনোত্রী হাইওয়ের ধারে সাড়ে ৪ কিলোমিটার লম্বা সুড়ঙ্গ তৈরি হচ্ছিল। সেই সুড়ঙ্গের দেড়শো মিটার অংশ আচমকাই ভেঙে পড়ে। সেখানে অন্তত ৪০ জন শ্রমিক ছিলেন। তাঁরা সকলেই ধ্বংসস্তূপের নিচে আটকে রয়েছেন বলে খবর।
খবর পেয়েই উত্তরকাশীর পুলিশ সুপার অর্পণ যদুবংশী ঘটনাস্থলে পৌঁছন। শুরু হয় উদ্ধারকার্য। আটকে পরা শ্রমিকদের কাছে প্রয়োজনীয় সামগ্রী পৌঁছে দেওয়া হচ্ছে। দ্রুত তাঁদের উদ্ধারের চেষ্টা করা হচ্ছেয