shono
Advertisement
Rajasthan

রাজস্থানে চলন্ত গাড়িতে আইটি কর্মীকে 'গণধর্ষণ' সংস্থারই উচ্চপদস্থ কর্তাদের! অভিযুক্ত এক মহিলাও

তিন অভিযুক্তকেই গ্রেপ্তার করেছে পুলিশ।
Published By: Anustup Roy BarmanPosted: 11:00 AM Dec 26, 2025Updated: 01:47 PM Dec 26, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: রাজস্থানে ফের ধর্ষনের ঘটনা। বাড়ি পৌঁছে দেওয়ার নাম করে তথ্যপ্রযুক্তি সংস্থার ম্যানেজারকে গাড়িতে তুলে গণধর্ষণ। অভিযুক্তরা ওই সংস্থারই উচ্চপদস্থ কর্মচারী। রাজস্থানের উদয়পুরে ঘটনাটি ঘটেছে। অভিযুক্তদের মধ্যে রয়েছেন এক মহিলাও। তিন অভিযুক্তকেই গ্রেপ্তার করেছে পুলিশ।

Advertisement

জানা গিয়েছে, রাজস্থানের উদয়পুরে একটি বেসরকারি আইটি কোম্পানির ম্যানেজারকে জন্মদিনের পার্টির পরে বাড়ি নামিয়ে দেওয়ার অজুহাতে চলন্ত গাড়িতে গণধর্ষণের অভিযোগ উঠেছে। ওই ম্যানেজারের অভিযোগ, ২০ ডিসেম্বর জন্মদিনের পার্টির পরে তাঁর কোম্পানির সিইও, একজিকিউটিভ হেড এবং তাঁর স্বামী বাড়িতে পৌঁছে দেওয়ার জন্য নিজেদের গাড়িতে তোলেন।

মহিলা জানিয়েছেন, রাস্তায় সিগারেটের মত কিছু কেনা হয়। সেটা তাঁকে দেওয়ার পরেই তিনি অজ্ঞান হয়ে যান। চলন্ত গাড়িতে যুবতীকে গণধর্ষণ করা হয় বলে অভিযোগ। তাঁর অভিযোগ, মাঝপথে তাঁর চেতনা কিছুটা ফিরে এলে তিনি বুঝতে পারেন সংস্থার সিইও তাঁর শ্লীলতাহানির চেষ্টা করছেন। তিনি জানিয়েছেন, ভোর ৫টা নাগাদ তাঁকে বাড়িতে নামিয়ে দেওয়া হয়।

পরের দিন সকালে, ওই মহিলা পুলিশের কাছে অভিযোগ দায়ের করেন। উদয়পুরের পুলিশ সুপার যোগেশ গোয়েল জানিয়েছেন, "অভিযোগের ভিত্তিতে, পুলিশ তিন অভিযুক্তকে গ্রেপ্তার করে। কোম্পানির সিইও জয়েশ, সহ-অভিযুক্ত গৌরব এবং তাঁর স্ত্রী শিল্পা। তাঁদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। অভিযুক্তদের গ্রেপ্তার করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। অভিযোগকারীর মেডিক্যাল পরীক্ষার রিপোর্ট থেকে আঘাতের চিহ্ন নিশ্চিত করা হয়েছে। এই চিহ্ন প্রাথমিকভাবে গণধর্ষণের প্রমাণ।"

তদন্তভার অতিরিক্ত পুলিশ সুপার মাধুরী বর্মার কাছে হস্তান্তর করা হয়েছে। তদন্তের স্বার্থে পুলিশ গাড়িতে থাকা ড্যাশক্যামের অডিও এবং ভিডিও রেকর্ডিংও পরীক্ষা করছে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • তথ্যপ্রযুক্তি সংস্থার ম্যানেজারকে গাড়িতে তুলে গণধর্ষণ।
  • অভিযুক্তরা ওই সংস্থারই উচ্চপদস্থ কর্মচারী।
  • রাজস্থানের উদয়পুরে ঘটনাটি ঘটেছে।
Advertisement