shono
Advertisement

ফের গুলির লড়াই কাশ্মীরে, সেনার হাতে খতম ২ জঙ্গি

চলছে তল্লাশি অভিযান।
Posted: 08:56 AM Oct 10, 2023Updated: 09:02 AM Oct 10, 2023

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ফের গুলির লড়াইয়ে কাঁপল ভুস্বর্গ। কাশ্মীরের শোপিয়ান অঞ্চলে নিরাপত্তাবাহিনীর গুলিতে মৃত ২ জঙ্গি। জানা গিয়েছে, জেহাদিরা পাকিস্তানের মদতপুষ্ট সন্ত্রাসবাদী সংগঠন লস্কর-ই-তইবার সঙ্গে যুক্ত ছিল।   

Advertisement

কাশ্মীর পুলিশ সূত্রে খবর, জম্মু ও কাশ্মীরের শোপিয়ানের জেলার আলশিপোরা অঞ্চলে জঙ্গিদের লুকিয়ে থাকার খবর পেয়ে তল্লাশি অভিযান শুরু করে পুলিশ ও সেনাবাহিনী। জেহাদিদের নিকেশ করতে শুরু হয় এনকাউন্টার। তাতেই মিলল সাফল্য। মঙ্গলবার যৌথবাহিনীর গুলিতে খতম দুই লস্কর জঙ্গি। নিহতদের নাম মরিফাত মকবুল, জাজিম ফারুক ওরফে আব্রার।  

[আরও পড়ুন: তামিলনাড়ুর বাজি কারখানায় ভয়াবহ বিস্ফোরণ, মৃত কমপক্ষে ৯]

কাশ্মীরের (Kashmir) এক শীর্ষ পুলিশ কর্তা বিজয় কুমার জানিয়েছেন, মৃত আব্রার কাশ্মীরি পণ্ডিত সঞ্জয় শর্মা খুনের ঘটনায় জড়িত ছিল। গত ফেব্রুয়ারি মাসে পুলওয়ামায় নিজের বাড়ির সামনে খুন হন সঞ্জয়। গত মাস থেকে দক্ষিণ কাশ্মীরের ৩ জেলার ৭টি অঞ্চলে এই খুনের সঙ্গে জড়িতদের খুঁজতে তল্লাশি শুরু করে স্টেট ইনভেস্টিগেশন এজেন্সি (SIA)।

[আরও পড়ুন: ভোট বড় বালাই! ইজরায়েল রক্তাক্ত হলেও প্যালেস্তিনীয়দের পাশে কংগ্রেস]

 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement