shono
Advertisement

Breaking News

উত্তরাখণ্ডের মন্ত্রিসভায় পাশ অভিন্ন দেওয়ানি বিধি বিল, বিধানসভার সিলমোহর কবে?

দেশের প্রথম রাজ্য হিসাবে অভিন্ন দেওয়ানি বিধি বিল পাশের পথে উত্তরাখণ্ড। বিল পেশের জন্য বিধানসভার বিশেষ অধিবেশনও ডাকা হয়েছে দেবভূমিতে। দ্রুতই বিল পাশ হয়ে যাবে বলে অনুমান ওয়াকিবহাল মহলের।
Posted: 08:31 PM Feb 04, 2024Updated: 08:45 PM Feb 04, 2024

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: উত্তরাখণ্ডের (Uttarakhand) মন্ত্রিসভায় পাশ হয়ে গেল অভিন্ন দেওয়ানি বিধির বিল। সূত্রের খবর, আগামী মঙ্গলবার রাজ্যের বিশেষ অধিবেশনেই পেশ করা হবে এই বিল। উল্লেখ্য, দেশের প্রথম রাজ্য হিসাবে অভিন্ন দেওয়ানি বিধি বিল পেশ করবে উত্তরাখণ্ড। বিধানসভা অধিবেশনে সেই বিল পাশ হয়ে যাবে বলেই অনুমান ওয়াকিবহাল মহলের।

Advertisement

জানা গিয়েছে, অভিন্ন দেওয়ানি বিধি (Uniform Civil Code) বিলের খসড়া পাঠানো হয়েছিল পাঁচ সদস্যের কমিটির কাছে। সুপ্রিম কোর্টের বিচারপতি রঞ্জনা প্রকাশ দেশাইয়ের নেতৃত্বে এই কমিটি বেশ কিছু সুপারিশ করেছে এই বিলে। সূত্রের খবর, বহুবিবাহ ও বাল্যবিবাহ বন্ধ করার সুপারিশ করেছে এই কমিটি। এছাড়াও সমস্ত ধর্মের মেয়েদের বিয়ের নূন্যতম বয়স একই রাখতে হবে। বিবাহবিচ্ছেদের ক্ষেত্রেও সমস্ত ধর্মাবলম্বীদের একই নিয়মাবলি পালন করতে হবে। আইনি বৈধতা পেতে পারে লিভ ইন সম্পর্কও। 

[আরও পড়ুন: তুষারপাতে আটকে পড়া অন্তঃসত্ত্বাকে উদ্ধার করলেন জওয়ানরা, ভিডিও দেখে কুর্নিশ নেটদুনিয়ার]

এই সমস্ত সুপারিশই উত্তরাখণ্ডের অভিন্ন দেওয়ানি বিধির বিলে অন্তর্ভুক্ত করা হয়েছে বলে সূত্রের খবর। রবিবার বিলের খসড়া নিয়ে মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামির বাসভবনে বৈঠকে বসেন রাজ্যের মন্ত্রিসভা। সেখানে পাশ হয়ে যায় বিলটি। সূত্রের খবর, এবার বিধানসভার বিশেষ অধিবেশনে পেশ হবে বিলটি। সোমবার থেকে বৃহস্পতিবার বিশেষ অধিবেশন ডেকেছেন ধামি। সব ঠিকঠাক থাকলে অধিবেশনের দ্বিতীয় দিনেই পেশ হতে পারে অভিন্ন দেওয়ানি বিধি বিল।

বিজেপির দাবি, অভিন্ন দেওয়ানি বিধি কার্যকর হলে সামাজিক সৌহার্দ্য বজায় থাকবে। লিঙ্গবৈষম্য দূর হবে। মহিলারা শক্তিশালী হবেন। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল, এর ফলে সংবিধানের মূল ভাবধারা বজায় থাকবে। মুখ্যমন্ত্রী ধামি আগেই বলেছেন, সুপ্রিম কোর্টও অভিন্ন দেওয়ানি বিধির পক্ষে সওয়াল করেছে। সেই মতোই তাঁর সরকার পদক্ষেপ করছে। তবে এই বিল নিয়ে অসন্তুষ্ট রাজ্যের মুসলিম সম্প্রদায়। তাঁদের মতে, একটি সম্প্রদায়কে নিশানা করেই তৈরি হয়েছে বিলটি।

[আরও পড়ুন: ‘তুমি যা জিনিস গুরু’, পুনম কাণ্ডে মারাত্মক টিপ্পনি শিলাজিতের! কী বললেন গায়ক?]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement