shono
Advertisement
Uddhav Thackeray

NDA শিবিরে ফিরছে উদ্ধব সেনা? জল্পনার মধ্যে ঠাকরে বললেন, 'ইয়ে অন্দর কি বাত হ্যায়'

মহারাষ্ট্রের রাজনীতিতে নাটকীয় পটপরিবর্তনের জল্পনা।
Published By: Subhajit MandalPosted: 10:28 AM Jul 19, 2025Updated: 10:28 AM Jul 19, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: উদ্ধব ঠাকরের নেতৃত্বাধীন শিব সেনা কি এনডিএ শিবিরে ফিরছে? প্রথমে প্রকাশ্যে দেবেন্দ্র ফড়ণবিসের 'অফার'। ঠিক তার পরপরই ফড়ণবিসের সঙ্গে একান্ত বৈঠক উদ্ধব ঠাকরের। এই দুই ঘটনায় যে জল্পনা তৈরি হয়েছিল, সেটা আরও বাড়ল উদ্ধবের একটি মন্তব্যে।

Advertisement

গত ১৬ জুলাই একেবারে ভরা বিধানসভা অধিবেশনে দাঁড়িয়ে পুরনো বন্ধু তথা অধুনা ‘প্রধান শত্রু’ উদ্ধব ঠাকরেকে নিজেদের শিবিরে আহ্বান করেন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়ণবিস। রসিকতার সুরে উদ্ধব ঠাকরেকে খোলাখুলি এনডিএ শিবিরে যোগ দেওয়ার প্রস্তাব দেন ফড়ণবিস। তিনি বলেন, "দেখুন উদ্ধবজি। অন্তত ২০২৯ পর্যন্ত আমাদের বিরোধী শিবিরে যাওয়ার কোনও সম্ভাবনা নেই। তবে আপনি চাইলে কিন্তু এদিকে আসতে পারেন। অবশ্য আপনি যদি চান। আর আপনি চাইলে আমরা আপনার কথা ভাবব।” পরে অবশ্য ফড়ণবিস দাবি করেন, "ওই প্রস্তাব নেহাতই রসিকতা ছিল। আমরা নিজেরা যথেষ্ট শক্তিশালী। আলাদা করে কাউকে আহ্বান জানানোর দরকার নেই।"

ঘটনাচক্রে, ফড়ণবিসের ওই প্রস্তাবের পরই উদ্ধব রাজ্যের 'উন্নয়ন' ইস্যুতে মুখ্যমন্ত্রী ফড়ণবিসের সঙ্গে একান্তে দেখা করেছেন। তাতে জল্পনা আরও বেড়েছে। শিব সেনার তরফে আদিত্য ঠাকরে দাবি করেছেন, ওই বৈঠক অরাজনৈতিক এবং মারাঠি ভাষা ইস্যুতে। কিন্তু তাতে জল্পনা কমেনি। উলটে ওই বৈঠক সম্পর্কে প্রশ্ন করা হলে উদ্ধব ঠাকরে নিজেই ইঙ্গিতপূর্ণ মন্তব্য করে জল্পনা বাড়িয়ে দিয়েছেন। উদ্ধব বিখ্যাত অন্তর্বাস সংস্থার বিজ্ঞাপনের সুর টেনে বলছেন, "ইয়ে অন্দর কি বাত হ্যায়।" এখন বিজেপি এবং শিব সেনার ঠাকরে শিবিরের মধ্যে কোন 'অন্দর কি বাত' চলছে, সেটা বেশ রহস্যের ব্যাপার।

এমনিতে শিব সেনা বিজেপির পুরনো জোটসঙ্গী। ২০১৯-এ মুখ্যমন্ত্রী পদ নিয়ে ঝামেলার জেরে শিব সেনা বিজেপির সঙ্গ ছাড়ে। পরে আবার শিব সেনার একটা অংশ ভেঙে বিজেপির সঙ্গে হাত মেলায়। তবে উদ্ধব শিবিরের সঙ্গে বিজেপির মতাদর্শগত মিল অনেক। তাই যে কোনও সময় উদ্ধবদের এনডিএতে প্রত্যাবর্তনের জল্পনা উড়িয়ে দেওয়া যায় না।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • গত ১৬ জুলাই একেবারে ভরা বিধানসভা অধিবেশনে দাঁড়িয়ে পুরনো বন্ধু তথা অধুনা ‘প্রধান শত্রু’ উদ্ধব ঠাকরেকে নিজেদের শিবিরে আহ্বান করেন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়ণবিস।
  • রসিকতার সুরে উদ্ধব ঠাকরেকে খোলাখুলি এনডিএ শিবিরে যোগ দেওয়ার প্রস্তাব দেন ফড়ণবিস।
  • পরে অবশ্য ফড়ণবিস দাবি করেন, "ওই প্রস্তাব নেহাতই রসিকতা ছিল। আমরা নিজেরা যথেষ্ট শক্তিশালী।"
Advertisement