shono
Advertisement
Uddhav Thackeray

রাহুলের নৈশভোজে পিছনের সারিতে উদ্ধবরা! 'কত সম্মান পাচ্ছেন বোঝা যাচ্ছে', খোঁচা ফড়নবিসের

পালটা কী বলল শিব সেনার উদ্ধব শিবির?
Published By: Biswadip DeyPosted: 12:32 PM Aug 09, 2025Updated: 12:32 PM Aug 09, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বৃহস্পতিবার রাহুল গান্ধীর ডাকা নৈশভোজে উপস্থিত ছিলেন শিব সেনার উদ্ধব শিবিরের উদ্ধব ঠাকরে, তাঁর ছেলে আদিত্য ঠাকরে এবং দলের রাজ্যসভার সাংসদ সঞ্জয় রাউত। কিন্তু সেখানে তাঁদের বসতে দেওয়া হয় পিছনের সারিতে। এমনই দাবি তুলে খোঁচা দিয়েছে বিজেপি। যদিও এমন দাবির প্রতিবাদ করেছেন উদ্ধবরা। সব মিলিয়ে বিজেপি-শিব সেনার (উদ্ধব শিবির) মধ্যে বাকযুদ্ধ তুঙ্গে উঠল এই ইস্যুতে।

Advertisement

মহারাষ্ট্রের দেবেন্দ্র ফড়ণবিস খোঁচা মেরে বলেছেন, ''আমাদের কাছে ওঁর (উদ্ধব ঠাকরে) সম্মানটা সবচেয়ে আগে থাকত। ওখানে (ইন্ডিয়া জোটে) গিয়ে উনি কতটা সম্মান পাচ্ছেন সেটা আমরা বুঝতে পারছি। উদ্ধব বলতেন, উনি দিল্লির সামনে মাথা নত করবেন না। এখন কী অবস্থা দেখুন। অথচ ওরা (কংগ্রেস) এখন ক্ষমতাতেও নেই। এটা যন্ত্রণাদায়ক। আমাদের সঙ্গে যখন ছিলেন আমরা সব সময়ই সামনের সারিতে বসতে দিতাম ওঁকে।'' বিজেপির তরফে একটি স্ক্রিনশট শেয়ার করা হয়েছে অনুষ্ঠানের ভিডিওর। সেখানে দেখা যাচ্ছে সঞ্জয় রাউত ও উদ্ধব একেবারে পিছনের সারিতে বসে রয়েছেন। ছবির ক্যাপশনে লেখা হয়েছে 'এই ছবিতে আত্মসম্মান খুঁজে বের করুন।'

গেরুয়া শিবিরের কটাক্ষের জবাব দিয়েছেন সঞ্জয় রাউত। রাজ্যসভার সাংসদ জানাচ্ছেন, ''আমরা সামনেই বসেছিলাম। কিন্তু টিভি স্ক্রিন চোখে অসুবিধা সৃষ্টি করছিল। তাই আমরা গিয়ে পিছনে বসি। উদ্ধবজির অন্য ছবি দেখুন। রাহুল গান্ধী ও সোনিয়া গান্ধী ওঁকে ও ওঁর পরিবারকে নিজেদের বাড়ি ঘুরে দেখিয়েছেন। কে কোথায় বসবে, তা নিয়েই বিজেপি পড়ে আছে। বিজেপির ভোট চুরির বিরুদ্ধেই উপস্থাপনা চলছিল।''

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • বৃহস্পতিবার রাহুল গান্ধীর ডাকা নৈশভোজে উপস্থিত ছিলেন শিব সেনার উদ্ধব শিবিরের উদ্ধব ঠাকরে।
  • কিন্তু সেখানে তাঁদের বসতে দেওয়া হয় পিছনের সারিতে।
  • এমনই দাবি তুলে খোঁচা দিয়েছে বিজেপি। যদিও এমন দাবির প্রতিবাদ করেছেন উদ্ধবরা।
Advertisement