shono
Advertisement

আরও দুই দলের সমর্থন, মেঘালয়ে সরকার গড়ছেন কনরাডই, শপথে মোদি

রবিবার রাতেই কনরাডকে সমর্থনের কথা জানায় স্থানীয় দুই দল।
Posted: 02:29 PM Mar 06, 2023Updated: 02:30 PM Mar 06, 2023

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সম্ভবত সরকার গঠন নিয়ে মেঘালয়ে (Meghalay) যাবতীয় নাটকের অবসান হল। গতকাল প্রাক্তন মুখ্যমন্ত্রী মুকুল সাংমা (Mukul Sangma) দাবি করেছিলেন বিধানসভা নির্বাচনে তৃণমূল (TMC) ৫টি আসন পেলেও বিজেপি এবং এনপিপি (NPP) ছাড়া বাকি বিরোধী দলগুলিকে নিয়ে সরকার গড়ার দিকে এগোচ্ছে তারা। যদিও রবিবার রাতে অন্যদিকে মোড় অঙ্ক। সরকার গড়তে আরও ২ দলের সমর্থন পেয়ে যান কনরাড সাংমার (Conrad Sangma) নেতৃত্বাধীন ন্যাশনাল পিপলস পার্টি (NPP)। কনরাডের দলকে সমর্থনের কথা জানায় ইউনাইটেড ডেমোক্রেটিক পার্টি (UDP) এবং পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (PDF)। সব মিলিয়ে খুব শিগগির আনুষ্ঠানিক ভাবে সরকার গঠন করতে চলেছেন কনরাড। শপথগ্রহণ অনুষ্ঠানে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Narendra Modi)।

Advertisement

আগেই এনপিপিকে সমর্থনের কথা জানিয়েছে বিজেপি, হিলস স্টেট পিপলস ডেমোক্রেটিক পার্টি (HSPDP)। সমর্থন জানিয়েছেন ২ জন নির্দল বিধায়ক। ফলে জোট সরকার গড়তে কোনও রকম বাধা রইল না এনপিপি-র। জানা গিয়েছে ইউডিপি এবং পিডিএফ ফ্রন্ট চিঠি লিখে কনরাডকে সমর্থনের কথা জানিয়েছে। যার পর দুই দলকে ধন্যবাদ জানিয়ে এনপিপি নেতা টুইট করেন, “স্থানীয় দলগুলির সমর্থন মেঘালয়কে আরও শক্তিশালী করবে।

[আরও পড়ুন: আদানি কাণ্ডের তদন্তে গড়িমসি! সেবির কাজ নিয়ে প্রশ্ন তুললেন রঘুরাম রাজন]

উল্লেখ্য, ৬০ আসনের মেঘালয় বিধানসভায় সরকার গঠনের ‘ম্যাজিক ফিগার’ ৩১। কোনও দল এককভাবে সংখ্যাঘরিষ্ঠতা অর্জন করতে না পারাতেই ভোট পরবর্তী জোট নিয়ে চর্চা শুরু হয়। এনপিপি জেতে ২৬টি আসন। ইউডিপি দখল করে ১১টি আসন। বিজেপি, এইচএসপিডিপি, পিডিএফ জিতেছে ২টি করে আসন পায়। এনপিপিকে সমর্থন জানিয়েছেন আরও ২ নির্দল বিধায়ক। সবমিলিয়ে বর্তমানে এনপিপি জোটে রয়েছেন ৪৫ জন বিধায়ক।

[আরও পড়ুন: নির্বাচন কমিশন যেন ‘সুপারি কিলার’, এবার দলীয় মুখপত্রে তীব্র আক্রমণ উদ্ধব শিবিরের]

আগামী ৭ এবং ৮ মার্চে মেঘালয়, নাগাল্যান্ড এবং ত্রিপুরা সফরে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। মূল তিন রাজ্যের মুখ্যমন্ত্রীদের শপথগ্রহণ অনুষ্ঠানে থাকার কথা তাঁর।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement