সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ‘পাক অধিকৃত কাশ্মীরকে (Pakistan Occupied Kashmir) স্বাধীন করবে বিজেপি। ভারতের অংশ হবে PoK।’ এমনই দাবি কেন্দ্রীয় মন্ত্রী জিতেন্দ্র সিংয়ের। রবিবার জম্মুতে এক মূর্তি উন্মোচনের জন্য গিয়েছিলেন তিনি। সেখানেই তাঁর মুখে এই প্রতিশ্রুতি শোনা গেল। যা অত্যন্ত তাৎপর্যপূর্ণ।
প্রধানমন্ত্রীর দপ্তরের (PMO) প্রতিমন্ত্রী জিতেন্দ্র সিং (Jitendra Singh) রবিবার ভূস্বর্গ সফরে গিয়েছিলেন। জম্মুর কাঠুয়া জেলার মহারাজা গুলাব সিংয়ের ২০ ফুটের মূর্তি উন্মোচন করেন তিনি। তার পরই জিতেন্দ্র সিং বলেন, “১৯৯৪ সালের সংসদে সর্বসম্মতভাবে একটি প্রস্তাব পাশ হয়েছিল। বলা হয়েছিল, অবৈধভাবে দখল করে রাখা কাশ্মীরের অংশ থেকে সরে যেতে হবে পাকিস্তানকে। পাক অধিকৃত কাশ্মীরকে স্বাধীন করতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ।”
[আরও পড়ুন: চিনে মাঝ আকাশে ভেঙে পড়ল যাত্রীবাহী বিমান, শতাধিক যাত্রীর মৃত্যুর আশঙ্কা]
কেন্দ্রীয় মন্ত্রী আরও বলেন, “আমরা যখন ৩৭০ ধারা অবলুপ্তির কথা বলতাম, সেটা সকলের ভাবনার বাইরে ছিল। কিন্তু বিজেপি নিজেদের প্রতিশ্রুতি অনুযায়ী ৩৭০ ধারার অবলুপ্তি ঘটিয়েছে।” জিতেন্দ্রর কথায়, “১৯৮০ সালে ভারতীয় জনতা পার্টির যখন প্রতিষ্ঠা হয়, তখন প্রাক্তন প্রধানমন্ত্রী অটলবিহারী বাজপেয়ী বিজেপির বিপুল জয়ের কথা বলেছিলেন। তখন সেটাও কেউ বিশ্বাস করতে পারত না। কিন্তু সেটাই বাস্তবে ঘটেছে।”
এরপরই প্রধানমন্ত্রীর দপ্তরের ভারপ্রাপ্ত মন্ত্রীর হুঙ্কার, “মোদি সরকার বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে কেন্দ্রে ক্ষমতায় এসেছে। নিজেদের সমস্ত প্রতিশ্রুতি পালন করেছে তারা। পাক অধিকৃত কাশ্মীরকে স্বাধীন করার প্রতিশ্রুতিও পালন করবে এই সরকার।”