সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: লোকসভা নির্বাচনের মুখে আধার কার্ড বাতিল নিয়ে জনমানসে তৈরি হয়েছে আতঙ্ক। CAA, NRC নিয়ে হইচইয়ের মাঝে আধার বিতর্ক মতুয়া গড়েও আতঙ্কের পরিবেশ তৈরি করেছে, সে বিষয়ে কোনও সন্দেহ নেই। আধার বিতর্কের বিরোধিতায় জোরালো সওয়াল তৃণমূলের। রাজনৈতিক মহলের মতে, কার্যত চাপে পড়ে পরিস্থিতি সামাল দিতে আসরে কেন্দ্রীয় সরকার। সমস্যা মেটানোর দায়িত্ব নিয়ে হাতজোড় করে ক্ষমা চাইলেন মতুয়া গড়ের সাংসদ শান্তনু ঠাকুর। চালু করলেন হোয়াটসঅ্যাপ নম্বরও।
সোমবার দিল্লিতে বসে সাংবাদিক বৈঠক করে কেন্দ্রীয় মন্ত্রী বলেন, ‘‘সম্পূর্ণ প্রযুক্তিগত ত্রুটির জন্যই এই সমস্যা হয়েছে। এ নিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং তথ্যপ্রযুক্তি মন্ত্রী অশ্বিনী বৈষ্ণোর সঙ্গে আমার বৈঠক হয়েছে। সেখানে রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারও ছিলেন। বৈঠকে শাহ আমাকে এই সমস্যা মেটানোর দায়িত্ব দিয়েছেন।’’ সমস্যা সমাধানের জন্য একটি হোয়াটসঅ্যাপ নম্বর চালু করেন তিনি। হোয়াটসঅ্যাপ নম্বরটি হল: ৯৬৪৭৫৩৪৪৫৩। সাধারণ মানুষের জন্য aadharsthakurbari@gmail.com ইমেল আইডিও সাংবাদিক বৈঠকে জানান তিনি। কীভাবে সমস্যা সমাধান হবে, সে পদ্ধতিও জানিয়েছিলেন শান্তুনু ঠাকুর। তিনি বলেন, ‘‘আমায় ফোনে বা ইমেল করে ফর্ম পাঠাতে হবে। এর পর আমিই স্বরাষ্ট্রমন্ত্রকে জমা দিয়ে যত তাড়াতাড়ি সম্ভব সব আধার সক্রিয় করে দেব। গ্রাহকদের কাছে এই সমস্যার জন্য ক্ষমা চেয়ে নিয়ে বলছি, যত তাড়াতাড়ি সম্ভব যাবতীয় সংকট কাটিয়ে দেওয়ার উদ্যোগ নেব আমি।’’
[আরও পড়ুন: ‘মণিপুরের সঙ্গে তুলনীয় নয়’, সন্দেশখালি ইস্যুতে হস্তক্ষেপ করল না শীর্ষ আদালত]
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অবশ্য এই ইস্যুতে কেন্দ্রকে একহাত নিয়েছেন। আগে আধার কার্ড বাতিল করে কী পরে NRC চালু হবে, সে প্রশ্নও তোলেন তিনি। তবে রাজ্যের বিরোধী দলনেতার দাবি, রাঁচির আঞ্চলিক কার্যালয়ে যান্ত্রিক ত্রুটির জেরে এই সমস্যা তৈরি হয়েছে। দিল্লিতে বসে আধার বাতিল সমস্যা সমাধানের আশ্বাস দিয়েছেন বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। তাঁর দাবি, সোমবার রাতের মধ্যেই মিটবে আধার সমস্যা। এই সমস্যা না মিটলে জনসেবামূলক প্রকল্প থেকে বঞ্চিত হওয়ার আশঙ্কা থেকেই যাচ্ছে। এই পরিস্থিতিতে যদিও যাঁদের আধার নিষ্ক্রিয় হয়ে গিয়েছে তাঁদের বিকল্প কার্ড দেওয়ার আশ্বাস দিয়েছেন তিনি।