shono
Advertisement

ভাইকে গুলির ঘটনায় সরাসরি বিজেপি সাংসদের দিকে আঙুল কাফিল খানের

ঘটনায় এখনও কেউ গ্রেপ্তার না হওয়ায় তোপ পুলিশকে৷ The post ভাইকে গুলির ঘটনায় সরাসরি বিজেপি সাংসদের দিকে আঙুল কাফিল খানের appeared first on Sangbad Pratidin.
Posted: 04:32 PM Jun 17, 2018Updated: 05:02 PM Jun 17, 2018

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দুই বিজেপি সাংসদের বিরুদ্ধে সরাসরি অভিযোগের আঙুল তুললেন উত্তরপ্রদেশের বিতর্কিত চিকিৎসক কাফিল খান৷ কিছুদিন আগেই গুলিবিদ্ধ হয়েছিলেন তাঁর ভাই৷ এবার সে ঘটনায় দুই বিজেপি সাংসদই জড়িত বলে প্রকাশ্যে অভিযোগ করলেন তিনি৷

Advertisement

[  দিল্লির সমস্যা মেটাতে দরবার মমতার, সাক্ষাৎ প্রধানমন্ত্রীর সঙ্গে ]

কাফিলের দাবি, কমলেশ পাসওয়ান ও সতীয় নাঙ্গালিয়া নামে দুই বিজেপি সাংসদই তাঁর ভাইকে হত্যার জন্য শুটার ভাড়া করেছিলেন৷ এর পিছনে সম্পত্তি নিয়ে বিবাদ আছে বলেই জানিয়েছেন তিনি৷ কাফিল স্পষ্ট করে বলেন, তাঁর কাকার খানিকটা জমির উপর নজর ছিল ওই দুই সাংসদের৷ গত ফেব্রুয়ারিতেই দুই নেতা সে জমি দখল নেয় বলে দাবি করেন কাফিল৷ সেই বিবাদের জেরেই তাঁর ভাই এখনও মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন৷ পুরো ঘটনায় দুই বিজেপি সাসংদ যে দোষী তা নিয়ে কোনও ধোঁয়াশা রাখেননি তিনি৷ তবে তাঁর অভিযোগ, দু’জনের বিরুদ্ধেই এফআইআর দায়ের হয়েছে৷ তবে গ্রেপ্তারিতে স্থগিতাদেশ চাওয়া হয়েছে আদালতের কাছে৷ তাঁর তোপ, উত্তরপ্রদেশ পুলিশ যে কারও নির্দেশের কাজ করছে এরপর তা আর চোখে আঙুল দিয়ে বলার মতো বিষয় নয়৷ ৪৮ ঘণ্টার মধ্যে অপরাধীদের ধরার আশ্বাস দেওয়া হয়েছিল৷ কিন্তু এক সপ্তাহ পেরিয়ে গিয়েছে, এখনও কাউকে গ্রেপ্তার করা হয়নি৷ তাঁর বক্তব্য, এতেই পুলিশের উদ্দেশ্য স্পষ্ট৷

এর আগে ইদের শুভেচ্ছা জানিয়ে একটি ভিডিও পোস্ট করেছিলেন তিনি৷ আক্ষেপ করে বলেছিলেন, গতবার জেলে কেটেছে৷ নমাজ পর্যন্ত পড়তে পারেননি৷ এবার একসঙ্গে ইদ উদযাপন করার পরিকল্পনা ছিল৷ বাড়ির সকলে একসঙ্গে ছিলেনও৷ কিন্তু এমন একটা ঘটনা ঘটে গেল যে বাড়ির ছোটরা পর্যন্ত ইদ উদযাপনে নারাজ৷ তাঁর প্রার্থনা ছিল, সমস্ত অশুভ শক্তির বিনাশ হোক৷ সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় থাকুক দেশে৷ ইদের মতো দেশবাসীর সঙ্গে জন্মাষ্টমী বা দিওয়ালিও পালনেরও ইচ্ছে প্রকাশ করেছিলেন তিনি৷

The post ভাইকে গুলির ঘটনায় সরাসরি বিজেপি সাংসদের দিকে আঙুল কাফিল খানের appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement