আচমকাই বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশংসা শোনা গেল উত্তরপ্রদেশের মন্ত্রী তথা সুহেলদেব ভারতীয় সমাজ পার্টির সভাপতি ওমপ্রকাশ রাজভরের মুখে। উত্তরপ্রদেশের বালিয়ায় এক অনুষ্ঠানে রাজভর প্রকাশ্যেই আইপ্যাকের দপ্তরে ইডি হানাকে কেন্দ্র করে বিজেপি ও তৃণমূল কংগ্রেসের সংঘাত প্রসঙ্গে মন্তব্য করতে গিয়ে মমতার প্রশংসা করে কার্যত তাঁকেই সমর্থন করেছেন।
তিনি বলেন, "মমতা বন্দ্যোপাধ্যায় বাংলায় দক্ষ ও শক্তিশালী নেতৃত্ব দিয়েছেন। একজন মহিলা হয়েও তিনি সমাজে নিজের আলাদা পরিচিতি তৈরি করতে সক্ষম হয়েছেন।” রাজভরের কথায়, "আমরা তাঁকে একজন মুখ্যমন্ত্রী হিসাবেই দেখি, তাঁর কাজকে অস্বীকার করা যায় না।” বাংলায় মমতা তথা তৃণমূলের বিরুদ্ধে বিজেপির আক্রমণ যখন চরমে, ঠিক সেই সময় যোগী সরকারের এক মন্ত্রীর এমন মন্তব্য বিজেপির জন্য যে অস্বস্তিকর, তা বলার অপেক্ষা রাখে না।
রাজভর এনডিএ জোটের শরিক দলের নেতা হয়েও এর আগেও বহুবার বিজেপির বিরুদ্ধে ভিন্ন সুরে কথা বলেছেন। এবার তাঁর এই মন্তব্যকে রাজনৈতিক বার্তা হিসাবেই দেখছেন বিশ্লেষকরা। বিশেষ করে যখন কেন্দ্রীয় সংস্থার ভূমিকা নিয়ে তৃণমূল ও বিজেপির মধ্যে তীব্র টানাপোড়েন চলছে, তখন উত্তরপ্রদেশ সরকারের এক মন্ত্রীর মুখে মমতার প্রশংসা নতুন মাত্রা যোগ করেছে। যদিও প্রশংসার পাশাপাশি রাজভর মমতা বন্দ্যোপাধ্যায়কে ইডি তদন্তে সহযোগিতা করার পরামর্শও দেন। তবু সব মিলিয়ে তাঁর মন্তব্য বিজেপির অন্দরেই অস্বস্তি বাড়িয়েছে বলে রাজনৈতিক মহলের ধারণা।
উল্লেখ্য, আই প্যাক অফিসে ইডি হানা এবং মমতা বন্দ্যোপাধ্যায় যে ক্ষিপ্রতার সঙ্গে সেটার প্রতিবাদ করেছে, তা গোটা ইন্ডিয়া জোটকে একত্রিত করেছে। সমাজবাদী পার্টি, শিব সেনা, ডিমএমকে থেকে শুরু করে কমবেশি ইন্ডিয়া জোটের সব শরিক তৃণমূলের পাশে। এবার এনডিএ জোটের শরিকও বাংলার মুখ্যমন্ত্রীর প্রশংসা করলেন।
