সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: উত্তরপ্রদেশে (Uttar Pradesh) মর্মান্তিক পথ দুর্ঘটনায় প্রাণ হারালেন অন্তত ছ’জন। আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করা হয়েছে ২১ জনকে। জানা গিয়েছে, উত্তরপ্রদেশের (Uttar Pradesh Accident) রামপুর এলাকায় চলন্ত বাসের সঙ্গে ধাক্কা লাগে একটি ট্রাকের। উলটো দিক থেকে আসা ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেছিল বলেই সংঘর্ষ। ইতিমধ্যেই আহতদের হাসপাতালে ভরতি করা হয়েছে। শনিবার মধ্যরাতের ঘটনায় শোক প্রকাশ করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ (Yogi Adityanath)।
কীভাবে দুর্ঘটনা ঘটল? ক্ষতিগ্রস্থ বাসের চালক জানিয়েছেন, ৫০ জন যাত্রীকে নিয়ে দিল্লি যাচ্ছিল বাসটি। মাঝরাতে বাসের যাত্রীরা ঘুমিয়ে পড়েছিলেন। সেই সময়ই উলটো দিক থেকে ট্রাক এসে ধাক্কা মারে বাসটিতে। বাস চালকের মতে, সম্ভবত ঘুমিয়ে পড়েছিলেন ট্রাকের চালক। তার ফলেই ট্রাকের নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন তিনি। বাসচালক জানিয়েছেন, “আমি চেষ্টা করেছিলাম ট্রাকের সামনে থেকে বাস সরিয়ে নিতে। স্টিয়ারিং ঘুরিয়ে নিলেও বাসের বাঁদিকে ধাক্কা মারে ট্রাকটি।”
[আরও পড়ুন: কোন অঙ্কে ধনকড়কে উপরাষ্ট্রপতি পদে প্রার্থী করল বিজেপি? রইল সম্ভাব্য পাঁচ কারণ]
খবর পেয়ে ঘটনাস্থলে যায় পুলিশ। কিন্তু বাসের যাত্রীদের মতে, সঠিকভাবে উদ্ধার কাজ চালানো হয়নি পুলিশের তরফে। তবে সেই অভিযোগ অস্বীকার করেছেন স্থানীয় পুলিশের সুপারিন্ডেন্ট সংসার সিং। আহতদের স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। মৃতের সংখ্যা বাড়তে পারে বলেই অনুমান।
সংসার সিং জানিয়েছেন, “ঘটনাস্থলেই মৃত্যু হয়েছে পাঁচজনের। স্থানীয় ব্যক্তিদের কাছ থেকে অ্যাম্বুল্যান্স নিয়েই আহতদের হাসপাতালে পাঠানো হয়েছে। জেলা হাসপাতালে অন্য ডাক্তারদের ডেকে আনা হয় যেন আহতদের চিকিৎসা করা যায়। ট্রাক চালকের বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়েছে।”