shono
Advertisement
Uttar Pradesh

এবার দুবাইয়ে আন্তর্জাতিক পর্যটন মেলায় উত্তরপ্রদেশ, বিদেশি পর্যটকদের আহ্বান যোগীর

অ্যারাবিয়ান ট্রাভেল মার্টে রাজ্যের সবুজ প্রকৃতি, ইতিহাস ও সংস্কৃতিকে তুলে ধরবে যোগী সরকার।
Published By: Hemant MaithilPosted: 06:49 PM Apr 05, 2025Updated: 06:50 PM Apr 05, 2025

হেমন্ত মৈথিল, লখনউ: এবার আন্তর্জাতিক মঞ্চে খুলতে চলেছে উত্তরপ্রদেশে পর্যটনের দরজা। দুবাইতে আগামী ২৮ এপ্রিল থেকে ১ মে পর্যন্ত চলবে অ্যারাবিয়ান ট্রাভেল মার্ট। যেটি পর্যটন শিল্পের আন্তর্জাতিক মঞ্চ। সেখানে উত্তরপ্রদেশের সবুজ প্রকৃতি, ইতিহাস ও মহান সংস্কৃতিকে তুলে ধরবে যোগী আদিত্যনাথ সরকার। মনে করা হচ্ছে, এর ফলে যোগীরাজ্যে বাড়বে বিদেশি পর্যটকের সংখ্যা। এইসঙ্গে অতিরিক্ত বিদেশি মুদ্রাও আয় হবে।

Advertisement

অ্য়ারাবিয়ান ট্রাভেল মার্টে ঝলমলে রোড শো করবে উত্তরপ্রদেশ সরকারের পর্যটন বিভাগ। এছাড়াও অনুষ্ঠানস্থলে ৫০ স্কয়ার মিটারের প্যাভিলিয়নে রাজ্যটির নানা সমৃদ্ধ দিক তুলে ধরবে যোগী সরকার। যেমন সুফি সংস্কৃতি, নদী, স্বাস্থ্য ও মানবকল্যাণ, গ্রামীণ পরিবেশ পর্যটন ইত্যাদি বিষয়গুলিকে তুলে ধরা হবে। দর্শনার্থীরা কনৌজের সুগন্ধির আকর্ষণ, আগ্রার রাজকীয় স্থাপত্য ও শৈল্পিকতা এবং বৃন্দাবনের ময়ূরনৃত্য, ঝাঁসির বুন্দেলি লোকনৃত্য এবং লখনউয়ের ধ্রুপদী কত্থক-সহ মনোমুগ্ধকর সাংস্কৃতিক পরিবেশনার একটি সিরিজ উপভোগ করবেন।

উত্তরপ্রদেশ সরকারের পর্যটন বিভাগ তাদের ওয়েবসাইট এবং অ্যাপেরও প্রচার চালাবে আন্তর্জাতিক পর্যটন মেলায়। যে ওয়েবসাইট এবং অ্যাপে রয়েছে তাজমহলের রাজ্য ভ্রমণের বিষয়ে বিস্তারিত। অ্য়ারাবিয়ান ট্রাভেল মার্টে রাজ্যের প্যাভিলিয়নে বিদেশি পর্যটকরা মুগ্ধ হবেন গানে গানে। উত্তরপ্রদেশের বিভিন্ন প্রান্তের লোকসঙ্গীতের আয়োজন থাকছে সেখানে। মূল উদ্দেশ্য হল রাজ্যে ভিন দেশি পর্যটকের সংখ্যা বাড়ানো।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • অ্য়ারাবিয়ান ট্রাভেল মার্টে ঝলমলে রোড শো করবে উত্তরপ্রদেশ সরকারের পর্যটন বিভাগ।
  • দুবাইতে আগামী ২৮ এপ্রিল থেকে ১ মে পর্যন্ত চলবে অ্যারাবিয়ান ট্রাভেল মার্ট।
Advertisement