shono
Advertisement
Uttarakhand Bus Accident

উত্তরাখণ্ডের পাহাড়ি পথে ভয়াবহ দুর্ঘটনা, নিয়ন্ত্রণ হারিয়ে খরস্রোতা নদীতে যাত্রীবোঝাই বাস

এখনও পর্যন্ত ২০ জনের মৃত্যুর খবর মিলছে। এই সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা উদ্ধারকারী দলের।
Published By: Sucheta SenguptaPosted: 11:37 AM Nov 04, 2024Updated: 02:15 PM Nov 04, 2024

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: উত্তরাখণ্ডের পাহাড়ি পথে ভয়াবহ দুর্ঘটনা। আলমোড়ার কাছে নিয়ন্ত্রণ হারিয়ে সোজা খরস্রোতা নদীতে পড়ল যাত্রীবোঝাই বাস। জানা গিয়েছে, প্রায় ৪০ জন যাত্রী ছিলেন বাসটিতে। সূত্রের খবর, তাঁদের মধ্যে এখনও পর্যন্ত ২০ জনের মৃত্যুর খবর মিলছে। এই সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। দুর্ঘটনার খবর পেয়েই রাজ্যের বিপর্যয় মোকাবিলা দল পৌঁছয় সেখানে। যুদ্ধকালীন তৎপরতায় শুরু হয়েছে উদ্ধারকাজ। সবরকমভাবে উদ্ধারকাজে সহায়তার আশ্বাস দিয়েছেন উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি। 

Advertisement

জানা গিয়েছে, ৪৫ জন আসন সম্পন্ন একটি যাত্রীবাহী বাস সোমবার সকালে গাড়োয়াল থেকে কুমায়ুনের পথে যাচ্ছিল। বাসে প্রায় ৪০ জন যাত্রী ছিলেন। আলমোড়ার কাছে মারচুলায় বাসটি আচকা নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। এর পর সোজা প্রায় ২০০ মিটার খাদের গভীরে গিয়ে পড়ে। চারপাশটা খরস্রোতা নদী এবং বড় বড় পাথরে ভর্তি। ফলে বড়সড় দুর্ঘটনা বলে মনেই হচ্ছিল। সঙ্গে সঙ্গে পুলিশ ও বিপর্যয় মোকাবিলা দল ঘটনাস্থলে পৌঁছয়। দ্রুত উদ্ধারকাজ শুরু হয়। 

SDRF-এর তরফে জানানো হয়, বাস থেকে ধীরে ধীরে ২০ জনের নিথর দেহ উদ্ধার হয়েছে। বেশ কয়েকজনকে আহত অবস্থায় উদ্ধার করা হয়। তাঁদের হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। দুর্ঘটনার খবর পেয়ে তৎক্ষণাৎ খবর নেন মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি। আকাশপথেও উদ্ধারকাজ শুরু করা হয়। তিনি বলেন, পরিস্থিতি মোকাবিলায় যা যা প্রয়োজন, সরকার সবরকম সাহায্য করতে প্রস্তুত।  

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • উত্তরাখণ্ডের আলমোড়ায় ভয়াবহ দুর্ঘটনা।
  • ২০০ মিটার খাদের গভীরে পড়ল যাত্রীবাহী বাস, মৃত অন্তত ২০।
Advertisement