shono
Advertisement

Breaking News

Kedarnath route

কেদারনাথের পথে ভয়ংকর ভূমিধস, মৃত ৫ পুণ্যার্থী, আটকে বহু

ধ্বসের জেরে আটকে পড়া যাত্রীদের উদ্ধারে নেমেছে উদ্ধারকারী দল।
Published By: Amit Kumar DasPosted: 01:46 PM Sep 10, 2024Updated: 02:23 PM Sep 10, 2024

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ফের বিপর্যয় উত্তরাখণ্ডে। এবার সোনপ্রয়াগ এলাকার কেদারনাথ ধাম জাতীয় সড়কে বড়সড় ভূমিধস। যার জেরে মৃত্যু হল ৫ জন পুণ্যার্থীর। পাশাপাশি আহত হয়েছেন আরও ৩ জন। দুর্ঘটনার জেরে ওই এলাকায় অসংখ্য মানুষ আটকে পড়েছেন বলে খবর পাওয়া যাচ্ছে। শুরু হয়েছে উদ্ধারকাজ।

Advertisement

পুলিশ সূত্রে জানা গিয়েছে, গত সোমবার প্রবল বৃষ্টি হয়েছিল উত্তরাখণ্ডের সোনপ্রয়াগ ও গৌরিকুণ্ড এলাকায়। যার জেরেই সন্ধে ৭টা ২০ নাগাদ ধ্বস নামে পাহাড়ে। যার জেরে অবরুদ্ধ হয়ে যায় কেদারনাথ জাতীয় সড়ক। খবর পেয়ে সঙ্গে সঙ্গে উদ্ধারকাজে নামে এসডিআরএফ। তবে আবহাওয়া অনুকুল না হওয়ায় ব্যহত হয় উদ্ধারকাজ। সোমবারই সেখান থেকে ৪টি মৃতদেহ উদ্ধার করা হয়েছিল। মঙ্গলবার আরও একটি মৃতদেহ উদ্ধার করা হয়। মৃতদের মধ্যে ৩ জন মহিলা। মৃতরা মধ্যপ্রদেশ, গুজরাট ও নেপালের বাসিন্দা। এছাড়া আরও ৩ জন আহত হন। তাঁদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। ওই এলাকায় যারা আটকে পড়েছেন তাঁদের উদ্ধারে নেমেছে বিপর্যয় মোকাবিলা বাহিনী।

[আরও পড়ুন: বাহরাইচে খাঁচাবন্দি পঞ্চম ‘নরখাদক’, দলের শেষ নেকড়ে সদস্যকে ধরতে মরিয়া প্রশাসন]

জানা যাচ্ছে, গৌরীকুণ্ড থেকে সোনপ্রয়াগ যাওয়ার পথেই দুর্ঘটনার কবলে পড়েন পুণ্যার্থীরা। এই ঘটনার পর যাত্রীদের নিরাপত্তার কথা মাথায় রেখে ওই রুটের যান চলাচল পুরোপুরি বন্ধ করে দেওয়া হয়। পুলিশের তরফে জানানো হয়েছে উদ্ধারকাজ শেষ হওয়ার পরই ক্ষয়ক্ষতির বিস্তারিত তথ্য জানা যাবে।

অন্যদিকে, গত সোমবার জম্মু ও কাশ্মীরে বৈষ্ণদেবী যাওয়ার নতুন রুটে ভুমিধসের জেরে দুই মহিলা পুণ্যার্থীর মৃত্যু হয়েছে। এরা পাঞ্জাব ও উত্তরপ্রদেশের বাসিন্দা। পাশাপাশি আহত হয়েছে ৫ বছরের এক বালিকা।

[আরও পড়ুন: রাজস্থানে রেল দুর্ঘটনার অপচেষ্টা! লাইনের উপরে একাধিক কংক্রিটের ব্লক, অল্পে রক্ষা মালগাড়ির]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • সোনপ্রয়াগ এলাকার কেদারনাথ ধাম জাতীয় সড়কে বড়সড় ভূমিধস।
  • দুর্ঘটনায় মৃত্যু হয়েছে ৫ পুণ্যার্থীর। পাশাপাশি আহত হয়েছেন আরও ৩ জন।
  • আটকে পড়া পুণ্যার্থীদের উদ্ধারে নেমেছে বিপর্যয় মোকাবিলা বাহিনী।
Advertisement