shono
Advertisement
Vande Bharat

'বন্দে ভারতকে দাঁড় করিয়েই ছাড়ব', লাইনে গাছের গুঁড়ি ফেলে ট্রেন আটকে উল্লাস! ভাইরাল ভিডিও

রিল বানানোর চক্করে লাইনে গাছের গুঁড়ি ফেলে আটকে দেওয়া হল বন্দে ভারত! আর তা-ই নিয়ে উল্লাসে ফেটে পড়ছেন কিছু তরুণ। সমাজমাধ্যমে ভাইরাল হওয়া এমনই একটি ভিডিও ঘিরে প্রশ্নের মুখে বন্দে ভারতের যাত্রী নিরাপত্তা।
Published By: Saurav NandiPosted: 04:36 PM Jan 23, 2026Updated: 04:36 PM Jan 23, 2026

রিল বানানোর চক্করে লাইনে গাছের গুঁড়ি ফেলে আটকে দেওয়া হল বন্দে ভারত! আর তা-ই নিয়ে উল্লাসে ফেটে পড়ছেন কিছু তরুণ। সমাজমাধ্যমে ভাইরাল হওয়া এমনই একটি ভিডিও ঘিরে প্রশ্নের মুখে বন্দে ভারতের যাত্রী নিরাপত্তা।

Advertisement

প্রকাশ্যে আসা ভিডিওয় দেখা যাচ্ছে, কয়েকজন যুবক গাছের একটি গুঁড়ি টানতে টানতে নিয়ে এসে লাইনের উপর ফেলে রেখেছেন। তাঁদের মধ্যে কয়েকজন বলাবলি করছেন, "আজ বন্দে ভারতকে দাঁড় করিয়েই ছাড়ব।" ঘটলও তা-ই। ভিডিওয় পরে দেখা গেল, একটি বন্দে ভারত এক্সপ্রেস গাছের গুঁড়িটির সামনে এসে দাঁড়িয়ে পড়েছে। তা দেখেই উল্লসিত ওই যুবকেরা। হাসতে হাসতে তাঁরা বলছেন, "বন্দে ভারত আটকে দিয়েছি!"

ভিডিওয় দেখা গিয়েছে, গাছের গুঁড়িটির সামনে বেশ কিছুক্ষণ দাঁড়িয়েছিল বন্দে ভারত এক্সপ্রেস। পরে ট্রেনটির নিরাপত্তার দায়িত্বে থাকা এক আরপিএফ বেরিয়ে আসেন। তিনি ওই যুবকদের কাছে জানতে চান, কেন তাঁরা ট্রেনটি এ ভাবে আটকালেন? তাঁরা কি ট্রেনে উঠতে চাইছেন? জবাবে যুবকেরা জানান, তাঁরা ট্রেনে উঠতে চান না। স্রেফ রিল বানানোর জন্যই ট্রেনটি আটকেছেন তাঁরা।

এক্স হ্যান্ডলে ভিডিওটি প্রকাশ্যে আসতেই শোরগোল পড়ে গিয়েছে। এক্স ব্যবহারকারীদের অনেকে এই ঘটনাকে সন্ত্রাসবাদের সমতুল্য বলেও মন্তব্য করেছেন। কেউ কেউ রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবের দৃষ্টি আকর্ষণ করেছেন। দেশে প্রথম বন্দে ভারত চালু হওয়ার পর ট্রেনটিকে লক্ষ্য করে পাথর ছো়ড়ার অভিযোগ উঠেছিল বিভিন্ন জায়গায়। এই ধরনের বিভিন্ন ঘটনায় কড়া পদক্ষেপও করেছে রেল। সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে অপরাধীদের চিহ্নিতও করা হয়েছিল। কিন্তু তার পরেও বন্দে ভারতে পাথর ছোড়া পুরোপুরি আটকানো যায়নি। তার মধ্যেই লাইনে গাছের গুঁড়ি ফেলে রেখে ট্রেন আটকানোর ঘটনায় স্বাভাবিক ভাবেই নিরাপত্তা নিয়ে বড় প্রশ্ন উঠতে শুরু করেছে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement