shono
Advertisement

আইএএস অফিসার হতে চায় ‘বিস্ময় বালক’ অগস্ত্য

আইএএস হওয়াই এখন তার স্বপ্ন৷ The post আইএএস অফিসার হতে চায় ‘বিস্ময় বালক’ অগস্ত্য appeared first on Sangbad Pratidin.
Posted: 10:23 AM Mar 04, 2017Updated: 05:02 AM Mar 04, 2017

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বয়স মোটে ১১ বছর৷ এর মধ্যেই বসেছে দ্বাদশ শ্রেণির পরীক্ষায়৷ রপ্ত করেছে অর্থনীতি, বাণিজ্যের সিলেবাসও৷ এই মুহূর্তে গোটা দেশে ঝড় তুলেছে হায়দরাবাদের ‘বিস্ময় বালক’ অগস্ত্য জয়সওয়াল৷ তবে নজির গড়েই ক্ষান্ত নয় সে৷ জানাল, আইএএস হওয়াই এখন তার স্বপ্ন৷

Advertisement

এসবিআই ব্যাঙ্কের নয়া নিয়ম, লাগু হচ্ছে ১ এপ্রিল থেকেই

হায়দরাবাদের এই জয়সওয়াল পরিবারই বিস্ময়ের৷ এ বাড়িরই মেয়ে নয়না জয়সওয়াল৷ সবথেকে কম বয়সের খেলোয়াড় হিসেবে পিএইচডি করার কৃতিত্ব আছে তার৷ নয়নারই ভাই অগ্যস্ত৷ আট বছর বয়সেই সে উত্তীর্ণ হয়েছে মাধ্যমিক স্তরের পরীক্ষায়৷ এবার ১১ বছরে বসল দ্বাদশ শ্রেণির পরীক্ষাতেও৷

আপডেটের গেরো, এই ফোনে আর কাজ করবে না Whatsapp!

তবে তার স্বপ্ন কিন্তু বেশ চমকপ্রদ৷ যেখানে বাকি সব মেধাবি ছাত্ররা ডাক্তার, ইঞ্জিনিয়ার হওয়ার পথে দৌড়চ্ছে, সেখানে অগস্ত্য হতে চায় আইএএস অফিসার৷ সে জানাচ্ছে, পরীক্ষার সময় সে যে প্রচণ্ড পড়াশোনা করে এরকমটা নয়৷ কিন্তু কোন প্রশ্নে কী উত্তর হবে তা সে বুঝতে পারে ও তাই লেখে৷ তবে এই বয়সেই দেশের কাজে নিজেকে নিয়োজিত করবে বলে স্বপ্ন দেখেছে অগস্ত্য৷ বিস্ময়ের পাশাপাশি সাধারণ মানুষের দেদার প্রশংসাও তাই এই মুহূর্তে তার সঙ্গী৷

ভাইয়ের পড়াশোনার পুরো কৃতিত্বই অবশ্য মা-বাবাকে দিয়েছেন নয়না৷ জানিয়েছেন, তাঁদের প্রশিক্ষণই আজ ইতিহাসে নতুন পাতা যোগ করেছে৷

জিওকে টেক্কা দিতে এবার অবিশ্বাস্য অফার ভোডাফোনের

The post আইএএস অফিসার হতে চায় ‘বিস্ময় বালক’ অগস্ত্য appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement