কংগ্রেসে থাকাকালীন রাহুল গান্ধী এবং প্রিয়াঙ্কা গান্ধীর মধ্যে দ্বন্দ্বের 'শিকার' হয়েছিলেন তিনি! আবার সেই পুরনো কথা গান্ধী পরিবারকে বিঁধলেন হিমন্ত বিশ্বশর্মা। যদিও কীভাবে তিনি ভাই-বোনের মধ্যে বিবাদের 'শিকার' হয়েছিলেন, তা অবশ্য স্পষ্ট করেননি অসমের মুখ্যমন্ত্রী।
এক সময়ে কংগ্রেসেই ছিলেন হিমন্ত। অসমের মন্ত্রী ছিলেন। ২০১৪ সালের লোকসভা ভোটে কংগ্রেসের ভরাডুবির পর রাহুলের নেতৃত্ব নিয়ে প্রশ্ন তুলে বিজেপিতে যোগ দেন তিনি। পরে পদ্মশিবিরের 'মুখ' হয়ে ভোটে জিতে অসমের মুখ্যমন্ত্রীও হন। তার পর থেকেই লাগাতার কংগ্রেসের বিরুদ্ধে আক্রমণ শানিয়ে এসেছেন হিমন্ত। এখন বিজেপিতে তিনি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের ঘনিষ্ঠ বলেও পরিচিত। চলতি বছরেই অসমে বিধানসভা নির্বাচন। সেখানে ভোটের দায়িত্বে রয়েছেন কেরলের ওয়ানাডের সাংসদ প্রিয়াঙ্কা। কেন তাঁকে কেরলের দলের দায়িত্ব না দিয়ে অসমে পাঠানো হল, তা নিয়েই প্রশ্ন তুলেছেন হিমন্ত। প্রসঙ্গত, পশ্চিমবঙ্গ, অসম এবং কেরলে একই সময়েই নির্বাচন হওয়ার কথা।
একটি সংবাদমাধ্যমের সাক্ষাৎকারে হিমন্ত বলেন, "কেরলে প্রিয়াঙ্কাকে চান না রাহুল। আমি কংগ্রেসে ২২ বছর ছিলাম। ওদের ভিতরের খবর জানি আমি। কেসি ভেনুগোপাল এবং তাঁর একটি অক্ষ রয়েছে। প্রিয়াঙ্কা সেই অক্ষের বাইরে। সেই কারণেই ওঁকে অসমে পাঠিয়ে দেওয়া হয়েছে। কেরলের সাংসদকে কেন কেরলের দায়িত্ব দেওয়া হবে না?"
গান্ধী পরিবারকে বিশ্বের 'সবচেয়ে বড় ব্যর্থ' পরিবার বলেও কটাক্ষ করেছেন হিমন্ত। তিনি বলেন, "আমার মনে হয়, আমার পরিবারও ওদের চেয়ে ভালো। আমরা কঠোর পরিশ্রম করেছি।"
