shono
Advertisement

Breaking News

WB VC Appointments

মুখ্যমন্ত্রীর সুপারিশ মেনেই করতে হবে ২ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য নিয়োগ, নির্দেশ সুপ্রিম কোর্টের

৪ সপ্তাহ পর মামলার পরবর্তী শুনানি।
Published By: Sayani SenPosted: 01:58 PM Aug 01, 2025Updated: 02:18 PM Aug 01, 2025

সোমনাথ রায়, নয়াদিল্লি: মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সুপারিশ মেনেই করতে হবে ২ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য নিয়োগ। রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের জন‍্য সোনালী চক্রবর্তী বন্দ্যোপাধ্যায় এবং কোচবিহার পঞ্চানন বর্মা বিশ্ববিদ্যালয়ের জন‍্য মুখ‍্যমন্ত্রীর চিহ্নিত অর্ডার অফ প্রেফারেন্সের তালিকায় থাকা এক নম্বর প্রার্থীকে নিয়োগ করার নির্দেশ দেওয়া হয়েছে সুপ্রিম কোর্ট। শুধু দু’টি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য নিয়োগের বিষয়ে শুক্রবার নির্দেশ দিয়েছে সর্বোচ্চ আদালত। চার সপ্তাহ পর মামলার পরবর্তী শুনানি।

Advertisement

অস্থায়ী উপাচার্য নিয়োগ নিয়ে রাজ্য-রাজ্যপালের সংঘাত চলছিল বহুদিন ধরেই। সেই মামলার জল গড়িয়েছিল শীর্ষ আদালত পর্যন্ত। পরবর্তীতে ২০২৪-এর জুলাই মাসে প্রাক্তন প্রধান বিচারপতি ললিতের নেতৃত্বে ‘সার্চ-কাম-সিলেকশন কমিটি’ গঠন করে আদালত। নির্দেশ ছিল, ওই কমিটি উপাচার্যদের নামের তালিকা তৈরি করে তা মুখ্যমন্ত্রীর কাছে পাঠাবে। পরবর্তীতে রাজ্যপাল সুপ্রিম কোর্টে জানান, তালিকা ধরে নিয়োগের ক্ষেত্রে সমস্যা হচ্ছে । ৩৬ জন উপাচার্য নিয়োগের সেই তালিকায় ১৫টি নিয়ে ভিন্নমত পোষণ করেন মুখ্যমন্ত্রী ও রাজ‍্যপাল। এরপরই ওই সার্চ কমিটির কাছে রিপোর্ট তলব করে সুপ্রিম কোর্ট। গত সপ্তাহে সেই রিপোর্ট পেশ করে প্রাক্তন প্রধান বিচারপতি ললিতের নেতৃত্বাধীন ‘সার্চ-কাম-সিলেকশন কমিটি’।

শুক্রবার বিচারপতি সূর্য কান্ত ও বিচারপতি জয়মাল্য বাগচির বেঞ্চের উপাচার্য নিয়োগ মামলার শুনানি হয়। শুনানির পর সর্বোচ্চ আদালতের তরফে জানানো হয়, বিচারপতি ইউইউ ললিতের নেতৃত্বাধীন কমিটি দু’পক্ষের বক্তব‍্যকে গুরুত্ব দিয়ে নিরপেক্ষভাবে উপাচার্যের অর্ডার অফ প্রেফারেন্স তৈরি করবেন। যত দ্রুত সম্ভব সেটা করতে বলা হয়েছে বিচারপতি ললিতকে। শুধুমাত্র রবীন্দ্রভারতী এবং কোচবিহারের পঞ্চানন বর্মা বিশ্ববিদ্যালয়ে উপাচার্য নিয়োগের বিষয়ে মুখ্যমন্ত্রীর সুপারিশে সিলমোহর দেয় সুপ্রিম কোর্ট। আগামী ৪ সপ্তাহ পর মামলার শুনানি।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • মুখ্যমন্ত্রীর সুপারিশ মেনেই করতে হবে ২ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য নিয়োগ।
  • শুধু দু’টি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য নিয়োগের বিষয়ে শুক্রবার নির্দেশ দিয়েছে সর্বোচ্চ আদালত।
  • ৪ সপ্তাহ পর মামলার পরবর্তী শুনানি।
Advertisement