shono
Advertisement

নতুন বছরে কোন সরকারি ছুটিগুলি পাবেন? কোনগুলি ভেস্তে যাবে শনি-রবির চক্করে? জানুন

কিছু উৎসব আবার একই দিনে পড়ছে।
Posted: 09:06 PM Dec 27, 2021Updated: 09:29 PM Dec 27, 2021

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: নতুন বছর, নতুন সবকিছু। কাজ তো করবেনই, তার পাশাপাশি ছুটির হিসেবও তো রাখতে হবে! তাহলেই মনের মতো সময় কাটানোর পরিকল্পনা সেরে ফেলতে পারবেন। সরকারি ছুটির তারিখ মোটামুটি একই থাকে। বদলে যায় শুধু দিন। সোমবার থেকে শুক্রবার ছুটি থাকলে কোনও অসুবিধা নেই। মাঝে যদি রবিবার বা শনিবার পড়ে যায়, তাহলে যেন ছুটিটা ভেস্তে গেল। তাই আগে থেকে এই বিষয়টি জেনে রাখাই ভাল।

Advertisement

সরকারি হিসেব অনুযায়ী ২০২২ সালের ছুটির তালিকা –

সাধারণতন্ত্র দিবস – ২৬ জানুয়ারি (বুধবার)
মহা শিবরাত্রি – ১ মার্চ (মঙ্গলবার)
হোলি – ১৮ মার্চ (শুক্রবার)
মহাবীর জয়ন্তী ও বৈশাখী – ১৪ এপ্রিল (মঙ্গলবার)
পয়লা বৈশাখ ও গুড ফ্রাইডে – ১৫ এপ্রিল (বুধবার)
ইদ উল ফিতর – ৩ মে (মঙ্গলবার)
বুদ্ধ পূর্ণিমা – ১৬ মে (সোমবার)
বকরি ইদ – ১০ জুলাই (রবিবার)
মহরম – ৯ আগস্ট (মঙ্গলবার)
স্বাধীনতা দিবস – ১৫ আগস্ট (সোমবার)
জন্মাষ্টমী – ১৯ আগস্ট (শুক্রবার)
গান্ধী জয়ন্তী – ২ অক্টোবর (রবিবার)
দশেরা – ৫ অক্টোবর (বুধবার)
দিওয়ালি – ২৪ অক্টোবর (সোমবার)
গুরু নানকের জন্মদিন – ৮ নভেম্বর (মঙ্গলবার)
বড়দিন – ২৫ ডিসেম্বর (রবিবার)

[আরও পড়ুন: Omicron: ওমিক্রন রুখতে ফের জারি হতে পারে কড়া বিধিনিষেধ? জবাব দিলেন মুখ্যমন্ত্রী]

অর্থাৎ, আগামী বছরে তিনটি ছুটির দিন রবিবার পড়ে যাচ্ছে। আবার কিছু উৎসব একই দিনে পড়ছে। ফলে এই দিনগুলি উইকএন্ডের মধ্যেই পড়ে যাচ্ছে। আবার পয়লা বৈশাখের দিনই গুড ফ্রাইডে পড়ে যাচ্ছে। মহাবীর জয়ন্তী ও বৈশাখী একদিনে পড়েছে।

এদিকে বাঙালির আবার দুর্গা পুজো (Durga Puja 2022) এবং কোজাগরী লক্ষ্মী পুজোও রয়েছে। আগামী বছর গান্ধী জয়ন্তীর দিনই সপ্তমী। সেদিন আবার রবিবার। অর্থাৎ উইক ডে’জের ছুটি বলতে সোম (অষ্টমী), মঙ্গল (নবমী) এবং বুধবার (দশমী)।  লক্ষ্মীপুজোও পড়েছে রবিবার (৯ অক্টোবর)। মানে আরও একটি দিন নষ্ট। অবশ্য, যেটুকু অবসর পাওয়া যায়, তাতেই চুটিয়ে আনন্দ করা যায়। তালিকা দেখে এখন থেকে পরিকল্পনা শুরু করে দিতে পারেন। 

[আরও পড়ুন: COVID-19: বাংলায় একদিনে করোনায় মৃত ১০, টিকাকরণ নিয়ে নয়া গাইডলাইন জারি কেন্দ্রের]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement