সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কাঁটা দিয়ে কাঁটা তোলা। এই মন্ত্রই নিয়েছেন কংগ্রেস সহ-সভাপতি রাহুল গান্ধী। সক্কলে জানেন, নেটদুনিয়ায় কেন্দ্রীয় শাসকদল বিজেপি বেশ দড়। নরেন্দ্র মোদি থেকে সুষমা স্বরাজ- প্রাশাসনিক কাজকর্ম কিংবা বিরোধীকে আক্রমণ- সোশ্যাল মিডিয়া ব্যবহারে গোটা দলটাই অতিমাত্রায় পারঙ্গম। এই নেটদুনিয়া জনমানসে যে একটা ছবি গড়ে দেয় তা বলার অপেক্ষা রাখে না। বরাবরই বিজেপি এ ব্যাপারে এগিয়ে। এবার বিজেপির সেই খাসতালুকে দাঁড়িয়েই মোদিকে ঘায়েল করার লক্ষ্যে নেমেছেন রাহুল গান্ধী। একের পর এক টুইট, ট্রেন্ডিং আর রসিকতা মেশানো জবাবে রাহুলেরও অভূতপূর্ব উত্থান হচ্ছে এই জগতে। কিন্তু রহস্যটা কী?
[ ‘মন কি বাত’-এ ইন্দিরা গান্ধীকে কেন স্মরণ করলেন মোদি? ]
রাহুলকে টুইট ট্রেন্ডিংয়ে শীর্ষে আনার নেপথ্যে আছে, ‘বট রিপ্লাই’। অর্থাৎ এটি একটি স্বয়ংক্রিয় প্রক্রিয়া। রোবট দ্বারা নিয়ন্ত্রিত। এর মাধ্যমেই বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে রাহুলের টুইট বা বক্তব্য বহু রিটুইটে ছড়িয়ে পড়ছে। কিন্তু এ তো গেল প্রযুক্তির কথা। বারবার এ প্রশ্ন উঠতেই, রাহুল নিজে এর সরস জবাব দিয়েছেন। একটি কুকুরের ভিডিও পোস্ট করেছেন তিনি। সেই কুকুরটিই যেন বলছে, সকলেই জিজ্ঞেস করছেন কে রাহুলের হয়ে টুইট করে? উত্তর হল, এই কুকুরটিই। যার নাম পিডি। রাহুলের এই টুইটের পরই নেটদুনিয়ায় হাসির হুল্লোড় উঠেছে। অনেকেই তাঁদের কুকুরের ছবি ও ভিডিও পোস্ট করে বিভিন্ন ব্যক্তিগত কটাক্ষের শখ মেটাচ্ছেন।
Ppl been asking who tweets for this guy..I’m coming clean..it’s me..Pidi..I’m way
than him. Look what I can do with a tweet..oops..treat! pic.twitter.com/fkQwye94a5
— Office of RG (@OfficeOfRG) October 29, 2017
রাহুলের এই টুইটই প্রমাণ করছে আসন্ন নির্বাচনের আগে সোশ্যাল মিডিয়াকে কতটা গুরুত্ব দিয়েছে কংগ্রেস। হিউমার-সারকাজমের মিশেলে যেভাবে একের পর এক টুইট করছেন রাহুল, তাতে জনপ্রিয়তাও বাড়ছে হু-হু করে। ইতিমধ্যে তাঁর বক্তব্যেও এসেছে নতুন ছোঁয়া। এতদিন মোদির মুখে থেকেই নানারকম ব্যঙ্গাত্মক কথা শোনা যেত। রাহুলের আক্রমণ সেখানে অনেকটাই ঝাঁজহীন, ম্যাড়ম্যাড়ে হয়ে পড়ত। কিন্তু এবার যেন লড়াইটা সেয়ানে সেয়ানে। সম্প্রতি জিএসটি-কে গব্বর সিং ট্যাক্স বলে শোরগোল ফেলেছেন রাহুল। নেটিজেনদের মনে ধরেছিল কথাটি। রাহুলের অনুকরণে বহু মানুষ জিএসটির আলাদা আলাদা নাম দিতে থাকেন। যে সোশ্যাল মিডিয়া ছিল মোদির বড় শক্তি, এবার সেই শক্তিকেই নিজের দিকে ঘুরিয়ে মোদি শিবিরকে ঘায়েল করার লক্ষ্য রাহুলের। কতটা সফল হবেন সে তো নির্বাচনের ফলাফল বলবে। তবে জনপ্রিয়তার পারদ যে তাঁর চড়ছে, তা অস্বীকার করা যায় না।
[ এটিএম লুটের চেষ্টা দুষ্কৃতীর, কী করলেন নিরাপত্তারক্ষী? ]
The post তাঁর হয়ে কে এত টুইট করে? উত্তর দিলেন রাহুল নিজেই appeared first on Sangbad Pratidin.
