shono
Advertisement
Delhi High Court

স্ত্রী উপার্জন করতে পারেন ধরে নিয়ে খোরপোশ দেওয়া যাবে না, প্রমাণ দেখাতে হবে! বলে দিল আদালত

খোরপোশের অঙ্ক ঠিক হওয়ার সময় যথোপযুক্ত প্রমাণ পেশ করতে হবে, বলল হাই কোর্ট।
Published By: Saurav NandiPosted: 07:29 PM Jan 08, 2026Updated: 07:29 PM Jan 08, 2026

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: স্ত্রী নিজেই নিজের ভরণপোষণ করে নিতে পারবেন। কারণ, তিনি উপার্জনে সক্ষম বা উপার্জন করেন। এমনটা অনুমান করে নেওয়া যাবে না। খোরপোশের অঙ্ক ঠিক হওয়ার সময় এই সংক্রান্ত তথ্যের যথোপযুক্ত প্রমাণ পেশ করতে হবে। স্পষ্ট ভাবে এ কথা জানিয়ে দিল দিল্লি হাই কোর্ট।

Advertisement

সম্প্রতি দিল্লির উচ্চ আদালতের দ্বারস্থ হন এক মহিলা।। পারিবারিক আদালত তাঁকে মাসে আড়াই হাজার টাকা খোরপোশ দেওয়ার নির্দেশ দিয়েছে। সেই নির্দেশের বিরুদ্ধে হাই কোর্টের দ্বারস্থ হন তিনি। তাঁর আবেদন, খোরপোশের অঙ্ক বাড়াতে হবে। মহিলার এই দাবির বিরোধিতা করে তাঁর স্বামী আদালতে দাবি করেন, তাঁর স্ত্রী একটি নার্সারি স্কুলের শিক্ষিকা। অর্থাৎ, তিনি উপার্জনে সক্ষম। কিন্তু এই দাবি স্বপক্ষে কোনও তথ্যপ্রমাণ আদালতে দেখাতে পারেননি স্বামী। তার প্রেক্ষিতেই হাই কোর্টের বিচারপতি স্বর্ণকান্ত শর্মা জানান, অন্তর্বর্তিকালীন ভরণপোষণ দেওয়ার সময় স্ত্রীকে উপার্জনকারী বা নিজের ভরণপোষণে সক্ষম বলে ধরে নেওয়া যাবে না। পাশাপাশিই আদালতে পর্যবেক্ষণ, ই মহিলা মাত্র একাদশ শ্রেণি পর্যন্ত পড়াশোনা করেছেন। ফলে তাঁর স্বামী যতই স্ত্রীকে উপার্জনক্ষম বলে দাবি করুন, উপযুক্ত প্রমাণ ছাড়া এ ক্ষেত্রে কোনও লাভ হবে না।

২০২১ সালে বিয়ে হয়েছিল মামলাকারী মহিলার। তাঁর অভিযোগ, বিয়ের পর থেকেই তাঁর উপর পণের দাবিতে নানা রকম ভাবে অত্যাচার চলেছে। তাঁকে শ্বশুরবাড়ি থেকে বারও করে দেওয়া হয়েছে। এর পরেই তিনি পারিবারিক আদালতের দ্বারস্থ হন। সেই আদালত তাঁকে মাসিক আড়াই হাজার টাকা দেওয়ার নির্দেশ দেয়। সেই টাকা সুস্থ ভাবে বেঁচে থাকার জন্য পর্যাপ্ত নয় বলে দাবি করেই দিল্লি হাই কোর্টের দ্বারস্থ হয়েছিলেন মহিলা।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • স্ত্রী নিজেই নিজের ভরণপোষণ করে নিতে পারবেন। কারণ, তিনি উপার্জনে সক্ষম বা উপার্জন করেন।
  • এমনটা অনুমান করে নেওয়া যাবে না। খোরপোশের অঙ্ক ঠিক হওয়ার সময় এই সংক্রান্ত তথ্যের যথোপযুক্ত প্রমাণ পেশ করতে হবে।
  • স্পষ্ট ভাবে এ কথা জানিয়ে দিল দিল্লি হাই কোর্ট।
Advertisement