shono
Advertisement

Breaking News

মোদির জন্মদিনে ৭ ফুটের কেক, ৯৮৯টি প্রদীপ প্রজ্জ্বলন

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সকাল সকাল পৌঁছে গিয়েছিলেন মায়ের কাছে৷ মায়ের আশীর্বাদ নিয়েই জন্মদিনের সকাল শুরু হল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির৷ ৬৬তম জন্মদিনে যে গুজরাতে যাবেন তা আগেই জানিয়ে রেখেছিলেন৷ কথামতো সকালবেলায় পৌঁছে যান তিনি৷ ৯৭ বছরের হীরাবেন কৃতী সন্তানের জন্য তৈরি করে রেখেছিলেন বিশেষ মিষ্টি৷ মিষ্টিমুখ করিয়েই সন্তানকে আশীর্বাদ করেন তিনি৷ মায়ের আশীর্বাদই যে জীবনের পাথেয়- […] The post মোদির জন্মদিনে ৭ ফুটের কেক, ৯৮৯টি প্রদীপ প্রজ্জ্বলন appeared first on Sangbad Pratidin.
Posted: 07:12 PM Sep 17, 2016Updated: 01:50 PM Sep 17, 2016

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সকাল সকাল পৌঁছে গিয়েছিলেন মায়ের কাছে৷ মায়ের আশীর্বাদ নিয়েই জন্মদিনের সকাল শুরু হল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির৷

Advertisement

৬৬তম জন্মদিনে যে গুজরাতে যাবেন তা আগেই জানিয়ে রেখেছিলেন৷ কথামতো সকালবেলায় পৌঁছে যান তিনি৷ ৯৭ বছরের হীরাবেন কৃতী সন্তানের জন্য তৈরি করে রেখেছিলেন বিশেষ মিষ্টি৷ মিষ্টিমুখ করিয়েই সন্তানকে আশীর্বাদ করেন তিনি৷ মায়ের আশীর্বাদই যে জীবনের পাথেয়- সে কথা জানিয়ে টুইট করেন প্রধানমন্ত্রী৷

এদিকে প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে বিরাট সমারোহের আয়োজন করেছে সুরাতের এক বেকারি৷ তারা তৈরি করে ফেলেছে সাত ফুট লম্বা একটি কেক, যার ওজন ৩৭৫০ কেজি৷ প্রায় তিরিশ জন শেফ মিলে মোদির সম্মানে তৈরি করেছেন এই অভিনব কেক৷ আড়ে-বহরে কেকটি সম্ভবত গিনেস বুকেও নাম তুলতে চলেছে৷ তবে এ কেক মোদি কাটবেন না৷ সেখানেও আছে অভিনবত্ব৷ দেশের বিভিন্ন প্রান্তের নানা উপজাতির মেয়েরা সে কেক কাটবেন৷ কেক বিলিও করে দেওয়া হবে তাঁদের মধ্যে৷

জন্মদিনে নভসারিতে বিশেষ বাচ্চাদের ‘ডিসঅ্যাবিলিট কিট’ বিলি করবেন প্রধানমন্ত্রী৷ এদিন তাঁর জন্মদিন উপলক্ষে ৯৮৯টি প্রদীপ প্রজ্জ্বলন করা হল নভসারিতে৷

 

এদিকে নাগপুরে প্রধানমন্ত্রীর মতো দেখতে একজনকে দিয়েই জন্মদিন পালন করা হল মোদির৷ শুভেচ্ছা ও অভিনব আয়োজনের ঘটায় তাই বিরাট সমারোহ প্রধানমন্ত্রীর জন্মদিনে৷

The post মোদির জন্মদিনে ৭ ফুটের কেক, ৯৮৯টি প্রদীপ প্রজ্জ্বলন appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement