সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: স্বামীর সঙ্গে প্রাতঃরাশ তৈরি করা নিয়ে ঝামেলা। দুই সন্তানকে খুন করে আত্মঘাতী হলেন স্ত্রী। মর্মান্তিক ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের নয়ডায়। ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, নয়ড়ার বাসিন্দা রাজকুমারের সঙ্গে ১২ বছর আগে আরতির বিয়ে হয়। দম্পতির তিন সন্তান তাঁদের মধ্যে দু'জনের বয়স ৬ ও ৫ বছর। পরিবার সূত্রে জানা গিয়েছে, বিয়ের পর থেকেই বিভিন্ন কারণে তাঁদের অশান্তি লেগেই থাকত। মহিলার মৃত্যুর আগে পর্যন্ত যা চলেছে। ঘটনার দিন সকালে প্রাতঃরাশ তৈরি, তা দেরি করে দেওয়ার কারণে স্বামী-স্ত্রী ফের ঝগড়া বাঁধে। চিৎকারের শব্দ শুনেছিলেন বলে জানিয়েছেন প্রতিবেশীরা।
বৃহস্পতিবার সকাল ১১টা ৪৫ নাগাদ পুলিশের হেল্পলাইন ১১২ নম্বরে ফোন করেন প্রতিবেশীরা। পুলিশ এসে দুই সন্তান-সহ মহিলাকে ঝুলন্ত অবস্থায় উদ্ধার করে। পুলিশ তাদের উদ্ধার করে হাসপাতালে পাঠালে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন।
পুলিশের প্রাথমিক অনুমান, ৬ ও ৫ বছরের দুই সন্তানকে স্কার্ফ দিয়ে ঝুলিয়ে দেন আরতি। তাদের মৃত্যুর পর তিনি নিজেও আত্মঘাতী হন। এক পুলিশ কর্তা বলেন, "এই ঘটনা ঘটনোর আগে রাজকুমারের সঙ্গে আরতির ঝগড়া হয়। তার জেরেই দু'সন্তানকে খুন করে তিনি আত্মঘাতী হয়েছে বলে প্রাথমিক তদন্তে উঠে এসেছে। ঘটনার সময় দম্পতির বড় সন্তান ঘরেই ছিল বলে জানিয়েছে পুলিশ। দেহগুলি উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়ে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।