shono
Advertisement

হিন্দু ভাবাবেগে আঘাত! ইয়েচুরির বিরুদ্ধে মামলা রামদেবের

মহাকাব্যের উদাহরণ টেনে হিন্দুদের নিয়ে বিতর্কিত মন্তব্য করেছিলেন সীতারাম ইয়েচুরি৷ The post হিন্দু ভাবাবেগে আঘাত! ইয়েচুরির বিরুদ্ধে মামলা রামদেবের appeared first on Sangbad Pratidin.
Posted: 07:21 PM May 04, 2019Updated: 07:21 PM May 04, 2019

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ভোপালের সভায় বিতর্কিত মন্তব্যের জের৷ লোকসভা নির্বাচনের আবহে বিপাকে সিপিএমের সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরি৷ মহাভারতের উদাহরণ টেনে হিন্দুদের ভাবাবেগে আঘাত করার অভিযোগে তাঁর বিরুদ্ধে এফআইআর দায়ের করলেন যোগগুরু রামদেব৷ লোকসভা নির্বাচনের আগে ভোপালে একটি সভায় গিয়েছিলেন সিপিএমের সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরি৷ সেখানেই গেরুয়া শিবিরকে কড়া ভাষায় আক্রমণ করেন তিনি৷

Advertisement

[ আরও পড়ুন: ক্ষয়ক্ষতি জানতে ওড়িশার মুখ্যমন্ত্রী এবং বাংলার রাজ্যপালের সঙ্গে কথা মোদির]

সিপিএমের সাধারণ সম্পাদক বলেন, ‘‘কে বলেছে হিন্দুরা হিংস্র হতে পারে না? রামায়ণ আর মহাভারতে হিংসার ঘটনার কোটি কোটি উদাহরণ রয়েছে। একদিকে আরএসএস-এর প্রচারকরা এই গ্রন্থগুলির উদাহরণ দেয়, অপরদিকে তাঁরাই বলেন হিন্দুরা হিংস্র হতে পারে না। কেবল একটি বিশেষ ধর্মের মানুষই হিংসা ছড়ায়, আর হিন্দুরা শান্তিপ্রিয়, এই কথার মধ্যে কী যুক্তি আছে?”

মহাকাব্যের উদাহরণ টেনে হিন্দুদের সম্পর্কে এমন বিতর্কিত মন্তব্য করে সমালোচনার মুখে সিপিএমের সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরি৷ নির্বাচনী আবহে এই ইস্যুকে হাতিয়ার করে ইয়েচুরির বিরুদ্ধে সুর চড়িয়েছে গেরুয়া শিবির৷ ইতিমধ্যেই মুখ খুলেছেন বিজেপির বিদায়ী সাংসদ সুব্রহ্মণ্যম স্বামী৷ ইয়েচুরিকে আক্রমণ করে টুইটে তিনি লেখেন, ‘‘এখনই নিজের নাম পরিবর্তন করা উচিত সীতারামের। উনি নাম রাখুন মার্ক্স (মার) ও লেনিন (লেনি)= মারলেনি।’’ সিপিএমের শীর্ষনেতৃত্বের বিরুদ্ধে সুর চড়ায় শিব সেনাও৷ এই ইস্যুতে শনিবার মুখ খোলেন যোগগুরু রামদেব৷ মহাকাব্যকে তুলে ধরে হিন্দুদের নিয়ে কথা বলা উচিত হয়নি বলেও জানান তিনি৷ 

The post হিন্দু ভাবাবেগে আঘাত! ইয়েচুরির বিরুদ্ধে মামলা রামদেবের appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement