shono
Advertisement
Yogi Adityanath

স্বাস্থ্যক্ষেত্রে প্রাধান্য, সরকারি হাসপাতালের আধুনিকীকরণে প্রায় ১০ কোটি বরাদ্দ যোগীর

১৪টি জেলা হাসপাতালকে ইতিমধ্যেই চিহ্নিত করা হয়েছে।
Published By: Hemant MaithilPosted: 04:09 PM Dec 03, 2025Updated: 04:47 PM Dec 03, 2025

হেমন্ত মৈথিল, লখনউ: উত্তরপ্রদেশের স্বাস্থ্য পরিষেবাকে আরও শক্তিশালী করার লক্ষ্যে মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ (Yogi Adityanath) এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিলেন। রাজ্যের ১৪টি সরকারি হাসপাতালে অত্যাধুনিক চিকিৎসা সরঞ্জাম বসানোর জন্য ৯ কোটি ৮০ লক্ষ টাকা অনুমোদন করলেন। যে সমস্ত জেলাগুলিতে আধুনিক চিকিৎসা ব্যবস্থার অভাব রয়েছে, সেগুলিকে চিহ্নিত করে কাজ শুরু করা হচ্ছে।

Advertisement

এই বিনিয়োগের প্রধান লক্ষ্য হল গ্রামীণ ও পিছিয়ে পড়া এলাকার মানুষকে সাহায্য করা। জেলার হাসপাতালগুলোতে উন্নত চিকিৎসা পাবেন রাজ্যের মানুষ। ফলে লখনউ-সহ অন্যান্য বড় শহরের সুপার-স্পেশালিটি হাসপাতালগুলির ওপর বাড়তি চাপ কমবে বলে মনে করা হচ্ছে।

১৪টি জেলা হাসপাতালের জন্য মোট ৯ কোটি ৮০ লাখ টাকা বরাদ্দ হয়েছে। এর মধ্যে রামসাগর মিশ্র জয়েন্ট হাসপাতালের জন্য ২.৭০ কোটি টাকা, বালরামপুর জেলা মহিলা হাসপাতালের জন্য ১.৫২ কোটি টাকা এবং রায়বেরেলি জেলা হাসপাতালের জন্য ১.৫৬ কোটি টাকা অনুমোদন করা হয়েছে। এছাড়াও, মহারাজগঞ্জ জয়েন্ট হাসপাতাল পেয়েছে ১.১৬ কোটি টাকা।

এই তহবিলের টাকা মূলত স্বাস্থ্য-সম্পর্কিত সরঞ্জাম, রোগ নির্ণয়ের মেশিন এবং প্রয়োজনীয় স্বাস্থ্য সুবিধা উন্নয়নে খরচ করা হবে। সিটি স্ক্যান ও এক্স-রের মতো উন্নত সরঞ্জাম বসানো হলে ক্যান্সার বা হৃদরোগের মতো গুরুতর রোগ তাৎক্ষণিক নির্ণয় করা সম্ভব হবে। এটি বিশ্ব স্বাস্থ্য সংস্থার মানদণ্ড অনুযায়ী স্বাস্থ্য পরিকাঠামো তৈরির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের (Yogi Adityanath) 'Viksit UP 2047' লক্ষ্যের অংশ হিসেবে এই উদ্যোগ নেওয়া হয়েছে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • রাজ্যের ১৪টি সরকারি হাসপাতালের জন্য ৯ কোটি ৮০ লক্ষ টাকা অনুমোদন।
  • বিনিয়োগের প্রধান লক্ষ্য হল গ্রামীণ ও পিছিয়ে পড়া এলাকার মানুষকে সাহায্য করা।
  • এর ফলে শহরের সুপার-স্পেশালিটি হাসপাতালগুলির ওপর বাড়তি চাপ কমবে।
Advertisement