shono
Advertisement
Yogi Adityanath

অনুপ্রবেশকারী রোহিঙ্গা-বাংলাদেশিদের বিরুদ্ধে কড়া যোগী, উত্তরপ্রদেশে শুরু বড় অভিযান

UP Detention Centre: ১৭টি পৌর সংস্থাকে তালিকা তৈরির নির্দেশ, তৈরি হচ্ছে ডিটেনশন ক্যাম্প।
Published By: Hemant MaithilPosted: 01:59 PM Dec 04, 2025Updated: 03:23 PM Dec 04, 2025

হেমন্ত মৈথিল, লখনউ: মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের কড়া নির্দেশ। আর তারপরই উত্তরপ্রদেশ পুলিশ শুরু করল বড় অভিযান। রোহিঙ্গা ও বাংলাদেশি অনুপ্রবেশকারীদের রুখতে তৎপর যোগী। সরকারের অবস্থান অত্যন্ত স্পষ্ট। জাল নথিধারীদের কোনওভাবেই ছাড় নয়।

Advertisement

ইতিমধ্যেই প্রথম ধাপে কাজ শুরু হয়েছে। ১৭টি পৌর সংস্থাকে নির্দেশ। ভারতে অবৈধ অনুপ্রবেশকারীদের তালিকা তৈরির কাজ শুরু হল। রাজ্যজুড়ে পুলিশ কমিশনাররা নির্দেশ পেয়েছেন। ইন্সপেক্টর জেনারেলরাও একই নির্দেশ পেয়েছেন। ডিটেনশন সেন্টার (UP Detention Centre) তৈরি করার কাজও একই সঙ্গে চলবে।

এই কেন্দ্রগুলিতে অবৈধ বসবাসকারীদের রাখা হবে। তাদের ফেরত পাঠানোর প্রক্রিয়া শেষ না হওয়া পর্যন্ত তারা ক্যাম্পেই থাকবে। এর জন্য ফাঁকা সরকারি ভবন চিহ্নিত করা হচ্ছে। এগুলিকে উচ্চ-নিরাপত্তাযুক্ত জোন হিসেবে ব্যবহার কড়া হবে। থাকবে কড়া নজরদারি।

রোহিঙ্গা ও বাংলাদেশিরা গত কয়েক বছরে বিরাট সংখ্যায় ভারতের বিভিন্ন রাজ্যে অনুপ্রবেশ করেছে। জাল ভোটার কার্ড বা আঁধার কার্ড বানিয়ে থেকে গেছে ভারতে। বর্তমানে এই অবৈধ অনুপ্রবেশকারীদের সংখ্যা নেহাত কম নয়। গোটা ভারতবর্ষ জুড়েই তারা ছড়িয়ে পড়েছে। আর সেজন্যই তৎপরতা দেখা গিয়েছে সরকারের তরফে। উত্তরপ্রদেশে তৎপরতার সঙ্গে নথিপত্র যাচাই করা হবে। কোনও সন্দেহ হলেই ব্যবস্থা গ্রহণের নির্দেশ যোগীর (Yogi Adityanath)।

উল্লেখ্য যে, ডিটেনশন সেন্টারগুলির তত্ত্বাবধানে থাকবে অসামরিক প্রশাসন। সঙ্গে থাকবে পুলিশও। যৌথ দায়িত্বে তাঁরা কাজ করবেন। এই পদক্ষেপ দেশের নিরাপত্তায় কার্যকরী হবে বলে মনে করা হচ্ছে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • রোহিঙ্গা ও বাংলাদেশি অনুপ্রবেশকারীদের রুখতে তৎপর যোগী।
  • ইতিমধ্যেই প্রথম ধাপে কাজ শুরু হয়েছে।
  • কোনও সন্দেহ হলেই ব্যবস্থা গ্রহণের নির্দেশ যোগীর।
Advertisement