shono
Advertisement

EVM মানে  ‘Every Vote Modi’,  কেজরিকে কড়া জবাব যোগীর

জবাবের মাত্রায় বাকি সকলকে যেন ছাপিয়ে গেলেন যোগী৷ The post EVM মানে  ‘Every Vote Modi’,  কেজরিকে কড়া জবাব যোগীর appeared first on Sangbad Pratidin.
Posted: 10:26 AM Apr 30, 2017Updated: 04:56 AM Apr 30, 2017

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ইভিএম-এ কারচুপি আছে৷ আর তাতেই নাকি বিজেপির সাফল্যের দারা অব্যাহত৷ বরাবর এ অভিযোগ তুলেছে বিরোধীরা৷ তা নিয়ে পাল্টা জবাবও দিয়েছেন শাসকদলের বিভিন্ন নেতারা৷ তবে সবথেকে সাফ জবাব বোধহয় দিলেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথই৷ কোনও রাখঢাক না করেই তিনি জানিয়ে দিলেন, দিল্লি পুরভোটের ফলাফলই জানিয়ে দিচ্ছে, ইভিএমের মানে এখন ‘এভরি ভোট মোদি’৷

Advertisement

এখন কেমন আছেন অভিনেতা বিক্রম? ]

উত্তরপ্রদেশের পর দিল্লি পুরভোটেও গেরুয়া ঝড় অব্যাহত৷ কেজরিওয়ালের সরকারের উপর সাধারণ মানুষের অনাস্থা যে স্পষ্ট হয়ে উঠেছে, তা ফলাফলই জানান দিচ্ছিল৷ এই পরিস্থিতিতেই ইভিএম কারচুপির অভিযোগ এনেছিল আপ৷ জবাবে বিজেপির সর্বভারতীয় সভাপতি অমিত সাহ জানিয়েছিলেন, এই ইভিএম তো কেজরিওয়ালকেও নির্বাচিত করেছিল৷ তখন তো তাঁর মুখে কোনও অভিযোগ শোনা যায়নি৷ ঠিক একই সুর শোনা গেল আদিত্যনাথের কথাতেও৷ তবে জবাবের মাত্রায় বাকি সকলকে যেন ছাপিয়ে গেলেন যোগী৷ ইভিএমের সংজ্ঞাই বদলে দিলেন তিনি৷ জানালেন, দিল্লির পুভোট প্রমাণ করে দিয়েছে ইভিএম-এর মানে এখন এভরি ভোট মোদি বা প্রত্যেকটি ভোট শুধু মোদির জন্যই৷ তাঁর দাবি, ইভিএম মারফত নির্বাচিত হয়ে এসেই এখন ইভিএমকে দোষারোপ করছেন কেউ কেউ৷

বন্ধ হোক তিন তালাক, প্রধানমন্ত্রীর ডাকে সাড়া মৌলবিদেরও ]

শুধু একা কেজরিওয়াল নন, বিজেপির বিরুদ্ধে ইভিএম কারচুপিতে একযোগে সরব হয়েছিলেন অখিলেশ-মায়াবতীরাও৷ নাম না করেই তাঁদেরও জবাব দিয়েছেন যোগী৷ সাফ জানিয়েছেন, মানুষের রায় মানতে না পারার কারণেই এই দোষারোপের পালা চলছে৷ তাঁর দাবি, মানুষের কাছে যাঁদের গ্রহণযোগ্যতা নেই, তাঁরাই ইভিএম-এ সন্দেহ প্রকাশ করছেন৷ জনতার রায় মেনে নিতে পারছেন না৷

The post EVM মানে  ‘Every Vote Modi’,  কেজরিকে কড়া জবাব যোগীর appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement
toolbarHome ই পেপার toolbarup রাজধানী এক্সপ্রেস toolbarvideo ISL10 toolbarshorts রোববার