সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ইভিএম-এ কারচুপি আছে৷ আর তাতেই নাকি বিজেপির সাফল্যের দারা অব্যাহত৷ বরাবর এ অভিযোগ তুলেছে বিরোধীরা৷ তা নিয়ে পাল্টা জবাবও দিয়েছেন শাসকদলের বিভিন্ন নেতারা৷ তবে সবথেকে সাফ জবাব বোধহয় দিলেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথই৷ কোনও রাখঢাক না করেই তিনি জানিয়ে দিলেন, দিল্লি পুরভোটের ফলাফলই জানিয়ে দিচ্ছে, ইভিএমের মানে এখন ‘এভরি ভোট মোদি’৷
[ এখন কেমন আছেন অভিনেতা বিক্রম? ]
উত্তরপ্রদেশের পর দিল্লি পুরভোটেও গেরুয়া ঝড় অব্যাহত৷ কেজরিওয়ালের সরকারের উপর সাধারণ মানুষের অনাস্থা যে স্পষ্ট হয়ে উঠেছে, তা ফলাফলই জানান দিচ্ছিল৷ এই পরিস্থিতিতেই ইভিএম কারচুপির অভিযোগ এনেছিল আপ৷ জবাবে বিজেপির সর্বভারতীয় সভাপতি অমিত সাহ জানিয়েছিলেন, এই ইভিএম তো কেজরিওয়ালকেও নির্বাচিত করেছিল৷ তখন তো তাঁর মুখে কোনও অভিযোগ শোনা যায়নি৷ ঠিক একই সুর শোনা গেল আদিত্যনাথের কথাতেও৷ তবে জবাবের মাত্রায় বাকি সকলকে যেন ছাপিয়ে গেলেন যোগী৷ ইভিএমের সংজ্ঞাই বদলে দিলেন তিনি৷ জানালেন, দিল্লির পুভোট প্রমাণ করে দিয়েছে ইভিএম-এর মানে এখন এভরি ভোট মোদি বা প্রত্যেকটি ভোট শুধু মোদির জন্যই৷ তাঁর দাবি, ইভিএম মারফত নির্বাচিত হয়ে এসেই এখন ইভিএমকে দোষারোপ করছেন কেউ কেউ৷
[ বন্ধ হোক তিন তালাক, প্রধানমন্ত্রীর ডাকে সাড়া মৌলবিদেরও ]
শুধু একা কেজরিওয়াল নন, বিজেপির বিরুদ্ধে ইভিএম কারচুপিতে একযোগে সরব হয়েছিলেন অখিলেশ-মায়াবতীরাও৷ নাম না করেই তাঁদেরও জবাব দিয়েছেন যোগী৷ সাফ জানিয়েছেন, মানুষের রায় মানতে না পারার কারণেই এই দোষারোপের পালা চলছে৷ তাঁর দাবি, মানুষের কাছে যাঁদের গ্রহণযোগ্যতা নেই, তাঁরাই ইভিএম-এ সন্দেহ প্রকাশ করছেন৷ জনতার রায় মেনে নিতে পারছেন না৷
The post EVM মানে ‘Every Vote Modi’, কেজরিকে কড়া জবাব যোগীর appeared first on Sangbad Pratidin.