shono
Advertisement
Ajit Pawar

'আপনিও একদিন মুখ্যমন্ত্রী হবেন', হঠাৎই বিধানসভায় অজিত পওয়ারকে 'সান্ত্বনা' ফড়ণবিসের

৬ বার উপমুখ্যমন্ত্রী হলেও মুখ্যমন্ত্রীর কুরসি অধরাই থেকেছে শরদ পওয়ারের ভাইপোর।
Published By: Biswadip DeyPosted: 09:57 PM Dec 19, 2024Updated: 09:57 PM Dec 19, 2024

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: অনেক 'নাটক' শেষে মহারাষ্ট্রে গঠিত হয়েছে 'মহাজুটি'র সরকার। মুখ্যমন্ত্রীর মসনদে ফড়ণবিস, শিণ্ডে, অজিত পওয়ারের মধ্যে কে বসবেন, তাই নিয়েই ছিল 'সাসপেন্স'। যদিও শেষপর্যন্ত ফড়ণবিসই শপথ নিয়েছেন মুখ্যমন্ত্রীর পদে। কিন্তু বৃহস্পতিবার অজিত পওয়ারকে সেই ফড়ণবিসই বলে বসলেন, ''আপনি একদিন নিশ্চয়ই মুখ্যমন্ত্রী হবেন।'' এমন মন্তব্য ঘিরে স্বাভাবিক ভাবেই শোরগোল। অনেকেই ভুরু কুঁচকে ভাবছেন, ব্যাপারটা কী?

Advertisement

ঠিক কী হয়েছিল? এদিন মহারাষ্ট্র বিধানসভায় গভর্নরের ভাষণে ধন্যবাদ জ্ঞাপন চলার সময় আচমকাই ফড়ণবিস বলেন, ''আপনাকে বলা হয় স্থায়ী উপমুখ্যমন্ত্রী। কিন্তু আমার শুভ কামনা আপনার সঙ্গে রয়েছে। আপনি একদিন মুখ্যমন্ত্রী হবেন।'' প্রসঙ্গত, এপর্যন্ত ছবার তিনি উপমুখ্যমন্ত্রী হয়েছেন। ২০২৩ সালে মহাজুটিতে যোগ দেন কাকা শরদ পওয়ারের এনসিপিকে দ্বিখণ্ডিত করে। কিন্তু তবুও মুখ্যমন্ত্রীর পদে আর বসা হয়নি তাঁর। এদিন সেই প্রসঙ্গই তুললেন ফড়ণবিস।

উল্লেখ্য, শপথ নেওয়ার পরদিনই হাজার কোটি টাকার বেনামি সম্পত্তি মামলায় বিরাট স্বস্তি পেয়েছেন অজিত পওয়ার। অজিত এবং তাঁর পরিবারের মালিকানাধীন ওই বিপুল সম্পত্তি বেনামি, এই অভিযোগে ২০২১ সালে সেগুলি বাজেয়াপ্ত করে আয়কর বিভাগ। সেই সম্পত্তি মুক্ত করে দেওয়ার নির্দেশ দিয়েছে আয়কর ট্রাইব্যুনাল। যথেষ্ট প্রমাণের অভাবে ওই সম্পত্তি মুক্ত করে দেওয়ার নির্দেশ দেওয়া হয়। যার অর্থ হাজার কোটির ওই সম্পত্তি ফিরে পাবেন মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী। স্বাভাবিকভাবেই প্রশ্ন তুলছে বিরোধী শিবির। বিরোধীদের দাবি, এটা বিজেপি যোগের পুরস্কার। যদিও এই মামালার শুনানি দীর্ঘদিন ধরেই চলছিল।

এদিকে এদিন বিধানসভায় দুই উপমুখ্যমন্ত্রী এবং মুখ্যমন্ত্রী কে কখন কাজ করেন সেকথাও বলেছেন ফড়ণবিস। তাঁকে বলতে শোনা গিয়েছে, ''অজিত পওয়ার সারা সকাল কাজ করেন। কেননা তিনি ভোরে ওঠেন। আমি বেলা বারোটা থেকে মাঝরাত পর্যন্ত কাজ করি। তারপর সারা রাত কে কাজ করেন আপনারা বুঝতেই পারছেন।'' নাম না করেই তিনি বুঝিয়ে দেন, শিণ্ডের কথা বলছেন।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • দেবেন্দ্র ফড়ণবিস শপথ নিয়েছেন মুখ্যমন্ত্রীর পদে।
  • কিন্তু বৃহস্পতিবার অজিত পওয়ারকে সেই ফড়ণবিসই বলে বসলেন, ''আপনি একদিন নিশ্চয়ই মুখ্যমন্ত্রী হবেন।''
  • এমন মন্তব্য ঘিরে স্বাভাবিক ভাবেই শোরগোল। অনেকেই ভুরু কুঁচকে ভাবছেন, ব্যাপারটা কী?
Advertisement