shono
Advertisement

Breaking News

সেনা প্রত্যাহার ইস্যুতে ট্রাম্পকে সমর্থন ভারতীয় বংশোদ্ভূত ডেমোক্র্যাটের

শান্তিপ্রক্রিয়ার পক্ষে সওয়াল তাঁর। The post সেনা প্রত্যাহার ইস্যুতে ট্রাম্পকে সমর্থন ভারতীয় বংশোদ্ভূত ডেমোক্র্যাটের appeared first on Sangbad Pratidin.
Posted: 06:04 PM Dec 22, 2018Updated: 06:04 PM Dec 22, 2018

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক:  সিরিয়ার পাশাপাশি আফগানিস্তান থেকে সেনা প্রত্যাহারের প্রক্রিয়া শুরু করে দিয়েছে আমেরিকা৷ একথা জানিয়েছেন খোদ মার্কিন প্রেসিডেন্ট৷ যাকে তালিবানদের সঙ্গে শান্তিপ্রক্রিয়া শুরু করার উল্লেখযোগ্য পদক্ষেপ বলে মনে করছেন ট্রাম্পের সমর্থনকারীরা৷ তবে উল্লেখযোগ্য বিষয় হল, মার্কিন প্রেসিডেন্টের এই সিদ্ধান্তকে সমর্থন জানিয়েছে তাঁরই বিরোধী শিবিরের একজন জনপ্রতিনিধিও৷ আফগানিস্তান থেকে সেনা প্রত্যাহার করাকে সঠিক বলে সমর্থন করেছেন ভারতীয় বংশোদ্ভূত ডেমোক্র্যাট প্রতিনিধি রো খান্না৷

Advertisement

[মেক্সিকো সীমান্তে প্রাচীর নিয়ে বিবাদ, বন্ধ মার্কিন কোষাগার]

বৃহস্পতিবার মার্কিন প্রেসিডেন্ট ঘোষণা করেন, সিরিয়া থেকে সেনা প্রত্যাহারের কথা৷ পাশাপাশি তিনি জানান, আফগানিস্তান থেকেও সেনা প্রত্যাহারের প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে৷ আগামী দু’মাসের মধ্যে সেদেশ থেকে সাত হাজার সেনা সরিয়ে নেবে আমেরিকা৷ মার্কিন প্রেসিডেন্টের এই সিদ্ধান্তকে ‘হঠকারী’ বলে সমালোচনা করেছে কূটনৈতিক মহলের একাশং৷ তবে তাঁকে সমর্থন করেছে ক্যালিফোর্নিয়া থেকে নির্বাচিত মার্কিন কংগ্রেসের ডেমোক্রেট সদস্য রো খান্না৷ মার্কিন প্রেসিডেন্টের বিরোধী শিবির ডেমোক্র্যাটদের প্রতিনিধি হয়েও ট্রাম্পের সেনা প্রত্যাহার করাকে সঠিক বলে মনে করেন তিনি৷ কেন এমন সিদ্ধান্ত? নিজের সিদ্ধান্তের সমর্থন যথাযথ যুক্তিও দিয়েছেন মার্কিন কংগ্রেসের এই ডেমোক্র্যাট প্রতিনিধি৷ তিনি বলেন, “দক্ষিণ এশিয়ায় শান্তিরক্ষার ক্ষেত্রে সবচেয়ে বেশি সাহায্য করতে পারে ভারত, পাকিস্তান, চিনের মতো আঞ্চলিক দেশগুলি৷ সেকারণে ওই দেশগুলিকে শান্তি রক্ষার্থে উৎসাহিত করতে হবে৷ দিনের পর দিন আফগানিস্তানে সেনা মোতায়েন করে রাখলে কিছু হবে না৷”

[হেনস্তা চলছেই, ইমরানের আমলে ইসলামাবাদে অসহায় ভারতীয় কূটনৈতিকরা]

যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে শান্তি প্রতিষ্ঠায় দীর্ঘদিন ধরেই চেষ্টা চালাচ্ছে আমেরিকা৷ তালিবানদের সঙ্গে শান্তি প্রতিষ্ঠার উদ্দেশ্যে আগেই পাক প্রধানমন্ত্রী ইমরান খানকে চিঠি লিখেছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প৷ চিঠিতে তিনি অনুরোধ করেছিলেন, যাতে তালিবানদের সঙ্গে শান্তিপ্রক্রিয়ায় মধ্যস্থতাকারীর ভূমিকা পালন করেন পাক প্রধানমন্ত্রী৷ কিন্তু আমেরিকার সেই চিঠির তেমন একটা যথাযথ উত্তর দেননি পাক প্রধানমন্ত্রী৷ কিন্তু এই শান্তি প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ পদক্ষেপ শুরু করেছে আমেরিকা৷ যদিও তাঁর এই সিদ্ধান্তকে ভাল ভাবে নেয়নি কাবুল৷ ওয়াশিংটনের বিরুদ্ধে প্রচ্ছন্নে ক্ষোভ উগরে দিয়েছে আফগান প্রেসিডেন্ট আশরফ ঘানির দপ্তর৷ তাঁদের তরফ থেকে জানানো হয়েছে, আমেরিকা সেনা সরালেও আফগানিস্তানের নিরাপত্তার উপরে এই সেনা প্রত্যাহারের প্রভাব পড়বে না৷

The post সেনা প্রত্যাহার ইস্যুতে ট্রাম্পকে সমর্থন ভারতীয় বংশোদ্ভূত ডেমোক্র্যাটের appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement