shono
Advertisement

Breaking News

মাধ্যমিক উত্তীর্ণ মহিলারা চাকরি পেতে পারেন ভারতীয় সেনায়, জেনে নিন খুঁটিনাটি

চটপট আবেদন করে ফেলুন।
Posted: 04:35 PM Jun 06, 2021Updated: 04:35 PM Jun 06, 2021

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আপনি মাধ্যমিক পাশ? উচ্চতা ১৫২ সেন্টিমিটারের বেশি? তবে আপনার জন্য রয়েছে সুখবর। ইন্ডিয়ান আর্মি (Indian) নিয়োগ করবে ১০০ মহিলা কর্মী। কীভাবে আবেদন করবেন? শেষ তারিখ কবে? বিস্তারিত জেনে নিন প্রতিবেদনে।

Advertisement

মোট শূন্যপদ – ১০০ (Soldier General Duty-ওমেন মিলিটারি পুলিশ)

বেতন- এই পদে নিযুক্তদের বেতন হবে ২৫হাজার থেকে ৪৫ হাজার টাকার মধ্যে।

শিক্ষাগত যোগ্যতা – দশম শ্রেণি উর্ত্তীর্ণদের যদি মোট নম্বরের গড় হয় ৪৫ শতাংশের বেশি, প্রতি বিষয়ে যদি ৩৩ শতাংশ নম্বর থাকে, তবে এই পদে আবেদন করতে পারবেন।

শারীরিক গঠন – এই পদে আবেদনকারীদের উচ্চতা হতে হবে ১৫২ সেন্টিমিটার বা তার বেশি।

বয়সসীমা- ১ অক্টোবর ২০০২ থেকে ১ এপ্রিল ২০০৪-এর মধ্যে যাঁদের জন্ম। তাঁরা এই পদে আবেদন করতে পারবেন।

নিয়োগের পদ্ধতি – লিখিত পরীক্ষা, শারীরিক পরীক্ষার মাধ্যমেই হবে নিয়োগ। ব়্যালির অ্যাডমিট কার্ড পাঠানো হবে রেজিস্ট্রার্ড মেলে। আম্বালা, লখনই, জব্বলপুর, পুণে ও শিলংয়ে হতে পারে ব়্যালি। (স্থান পরবর্তীতে জানিয়ে দেওয়া হবে।)

[আরও পড়ুন: ভরা বাজারে বৃদ্ধকে কুপিয়ে খুন, বিক্ষোভ-পুলিশের গাড়ি ভাঙচুরে রণক্ষেত্র বাগনান]

আবেদনের পদ্ধতি – এই পদে চাকরিতে আগ্রহী মহিলারা আবেদন করতে পারবেন ইন্ডিয়ান আর্মির অফিশিয়াল ওয়েবসাইটের (https://joinindianarmy.nic.in) মাধ্যমে। আবেদনের প্রক্রিয়া সম্পূর্ণ হলে আবেদনকারীরা একটি রেজিস্ট্রেশন স্লিপ পাবেন। সেটি পরবর্তীকালে কাজে লাগতে পারে।

আবেদনের শেষ তারিখ – ২০ জুলাই ২০২১।

তাহলে আর দেরি কেন? চটপট আবেদন করে ফেলুন আপনিও। তবে তার আগে অবশ্যই চোখ বুলিয়ে নিন ইন্ডিয়ান আর্মির অফিসিয়াল ওয়েবসাইটে।

[আরও পড়ুন: অপহৃত গৃহবধূকে উদ্ধারে গিয়ে হামলার মুখে পুলিশ, শূন্যে গুলি চালিয়ে পালানোর চেষ্টা প্রেমিকের]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement