সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ফের চেনা ছন্দে পিভি সিন্ধু। সুপার সানডের মেগা লড়াইয়ে মাত্র ৪৯ মিনিটে প্রতিপক্ষকে হারিয়ে সুইস ওপেন চ্যাম্পিয়ন হলে গেলেন ভারতীয় শাটলার। প্রথমবার এই টুর্নামেন্টে খেতাব জিতলেন তিনি। তবে অল্পের জন্য ট্রফি হাতছাড়া হল এইচএস প্রণয়ের।
গত জানুয়ারিতে সৈয়দ মোদি আন্তর্জাতিক টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয়েছিলেন সিন্ধু (PV Sindhu)। চলতি বছর এই নিয়ে দ্বিতীয়বার সুপার ৩০০ খেতাব জিতলেন তিনি। এদিন বাসেলের সেন্ট জ্যাকবসেল এরিনায় মহিলা সিঙ্গলসের ফাইনালে থাইল্যান্ডের বুসানন অংবামরুঙ্গফানের মুখোমুখি হয়েছিলেন দু’বারের অলিম্পিক পদকজয়ী তারকা। শুরু থেকেই সেয়ানে-সেয়ানে চলে টক্কর। প্রথম গেমের শুরুতেই ৩-০ এগিয়ে যান সিন্ধু। তবে নাছোড়বান্দা লড়াই করেন বুসাননও। ৩-৩ সমতা ফেরান তিনি। ৯-৯ পর্যন্ত চলে হাড্ডাহাড্ডি যুদ্ধ। তবে তারপরই দু’পয়েন্ট পকেটে ভরে এগিয়ে যান সিন্ধু। ২১-১৬ ব্যবধানে প্রথম গেম জেতেন তিনি।
[আরও পড়ুন: টানটান ম্যাচে দক্ষিণ আফ্রিকার কাছে হার, বিশ্বকাপ থেকে ছিটকে গেলেন মিতালিরা]
দ্বিতীয় গেমে অবশ্য থাই তারকাকে ঘুরে দাঁড়ানোর বিশেষ সুযোগই দেননি সিন্ধু। ২১-৮ গেম জিতে খেতাব নিশ্চিত করে ফেলেন। ১৭ বারের সাক্ষাতে এই নিয়ে বুসাননকে ১৬বারই হারালেন সিন্ধু। স্ট্রেট গেমে ফাইনাল জিতে স্বভাবতই উচ্ছ্বসিত হায়দরাবাদি ব্যাডমিন্টন তারকা। প্রথমবার সুইস ওপেনে চ্যাম্পিয়ন হয়ে স্বপ্নপূরণ হল তাঁর।
তবে সিন্ধুর জয়ের দিন ট্রফি অধরাই থেকে গেল আরেক ভারতীয় এইচএস প্রণয়ের। পুরুষ সিঙ্গলসের ফাইনালে ইন্দোনেশিয়ার ব্যাডমিন্টন তারকা জোনাথন ক্রিস্টির কাছে ১২-২১, ১৮-২১ স্ট্রেট গেমে পরাস্ত হন তিনি।