কৃষ্ণকুমার দাস: ‘এখন যুদ্ধের সময়’ ঘোষণার তিনদিনের মধ্যেই বিধানসভা নির্বাচনের কাজে ২৯৪টি বিধানসভা কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত দলীয় কো-অডিনেটরের নাম জানিয়ে দিল তৃণমূল কংগ্রেস। উল্লেখ্য, গত ২৬ ডিসেম্বরের ভার্চুয়াল বৈঠকে দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় রাজ্যের সবক’টি বিধানসভা কেন্দ্রের কো-অর্ডিনেটরের নাম জানিয়ে দেওয়া হবে ঘোষণা করেছিলেন। বস্তুত তারপর সোমবার রাতে দলের চেয়ারপার্সন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুমোদনক্রমে ২৯৪টি বিধানসভা কেন্দ্রের কো-অর্ডিনেটরের নাম সোশাল মিডিয়ায় জানিয়ে দিল তৃণমূল। প্রাথমিকভাবে ৩৫টি সাংগঠনিক জেলায় একজন যেমন কো অর্ডিনেটর হিসাবে একাধিক বিধানসভার দায়িত্ব পেয়েছেন তেমনই আবার অনেকে মাত্র একটি আসন দেখবেন। দায়িত্বের ক্ষেত্রে যেমন প্রবীণ নেতৃত্ব, সাংসদ ও বিধায়ক আছেন তেমনই যুব ও মহিলা নেতৃত্বকেও কো-অর্ডিনেটরের দায়িত্ব দিয়েছে দল। তাৎপর্যপূর্ণ হল, একমাত্র বীরভূম জেলায় ১১টি বিধানসভার ক্ষেত্রে কোনও ব্যক্তি নয়, গোটা কোর-কমিটিকেই সামগ্রিকভাবে দায়িত্ব দেওয়া হয়েছে। অভিষেক বলেছিলেন, ‘‘এই কো-অর্ডিনেটররা দলের চোখ-কান হয়ে কাজ করবেন। শীর্ষ নেতৃত্বকে রিপোর্ট করবেন। দল সেই অনুযায়ী কেন্দ্রটি সম্পর্কে পর পর দ্রুত ব্যবস্থা নেবে।’’
উত্তরে কোচবিহার জেলায় দিনহাটা, সিতাই ও কোচবিহার দক্ষিণ– জগদীশ বাসুনিয়া। কোচবিহার উত্তর, নাটাবাড়ি ও তুফানগঞ্জ–রবীন্দ্রনাথ ঘোষ। মেখলিগঞ্জ, মাথাভাঙা, শীতলকুচি–পার্থপ্রতিম রায়। আলিপুর দুয়ার, কুমারগ্ররাম, ফালাকাটা–চিন্ময় ভট্টাচার্য। কালচিনি, মাদারিহাট–বীরেন্দ্র বরা। জলপাইগুড়ি জেলার মাল, নাগরাকাটা–দেবাশীষ ভৌমিক (চন্দন)। ধূপগুড়ি ও ময়নাগুড়ি–দুলাল দেবনাথ। জলপাইগুড়ি, রাজগঞ্জ, ডাবগ্রাম-ফুলবাড়ি–কৃষ্ণ দাস। দার্জিলিং (সমতল) শিলিগুড়ি–কুন্তল রায়। মাটিগাড়া, নকশালবাড়ি–অরুন ঘোষ। ফাঁসিদেওয়া–কাজল ঘোষ। উত্তর দিনাজপুরের চোপড়া, ইসলামপুর, গোয়ালপোখর, চাকুলিয়া, করণদিঘি–মিনহাজ আফরিন। রায়গঞ্জ, হেমতাবাদ, ইটাহার ও কালিয়াগঞ্জ–কৃষ্ণকল্যানী। দক্ষিণ দিনাজপুরের তপন, কুশমান্ডি, হরিরামপুর–চিন্তামনি বিহা। বালুরঘাট, গঙ্গারামপুর, কুমারগঞ্জ–গৌতম দাস। মালদহের হরিশচন্দ্রপুর, চাঁচল–প্রসুন বন্দ্যোপাধ্যায়। মালতিপুর, রতুয়া–সামসুল হক। ইংলিশবাজার, ওল্ড মালদহ, মানিকচক, গাঁজল–আশিস কুণ্ডু। হাবিবপুর, সুজাপুর, মোথাবাড়ি, বৈষ্ণবনগর–মৌসম বেনজির নূর।
দক্ষিণবঙ্গের জঙ্গিপুর সাংগঠনিক জেলার ফরাক্কা, সামসেরগঞ্জ ও সুঁতি–ইমানি বিশ্বাস। জঙ্গিপুর, রঘুনাথগঞ্জ, লালগোলা–জনাব আখরুজ্জামান। নবগ্রাম, খড়গ্রাম, সাগরদিঘি–আশিস মার্জিত। মুর্শিদাবাদ-বহরামপুর সাংগঠনিক জেলার জলঙ্গি, ডোমকল, রানিনগর– আব্দুল সৌমিক হোসেন। ভগবানগোলা ও মুর্শিদাবাদ–শাওনি সিংহরায়। হরিহরপাড়া, বহরমপুর, নওদা, রেজিনগর, বেলগাঙা–মোশারফ হোসেন (মধু)। কান্দি, ভরতপুর, বড়ঞা–আনারুল ইসলাম (অনীর), নদিয়ার কৃষ্ণনগর সাংগঠনিক জেলার করিমপুর, তেহট্ট, কালিগঞ্জ–তারান্নুম সুলতানা মীর। পলাশীপাড়া, নাকাশিপাড়া–জয়ন্ত সাহা। চোপড়া, কৃষ্ণনগর দক্ষিণ ও উত্তর–উজ্জ্বল বিশ্বাস। নদিয়ার রানাঘাট সাংগঠনিক জেলার নবদ্বীপ, শান্তিপুর–রিক্তা কুণ্ডু। রানাঘাট উত্তর-পশ্চিম, রানাঘাট দক্ষিণ–তাপস কুমার ঘোষ। রানাঘাট উত্তর-পূর্ব ও কৃষ্ণগঞ্জ–রত্না ঘোষ কর। চাকদা, হরিণঘাটা, কল্যানী–চঞ্চল দেবনাথ। উত্তর ২৪ পরগনার বনগাঁ সাংগঠনিক জেলার গাইঘাটা, বাগদা–নরোত্তম বিশ্বাস। বনগাঁ উত্তর ও দক্ষিণ, স্বরূপনগর–পরিতোষ সাহা। বসিরহাট সাংগঠনিক জেলার বসিরহাট দক্ষিণ, হিঙ্গলগঞ্জ, সন্দেশখালি–সুরজিৎ মিত্র (বাদল), মিনাখা, হাঁড়োয়া–আব্দুল খালেক মোল্লা। বসিরহাট উত্তর, বঁাদুড়িয়া–রফিকুল ইসলাম মণ্ডল। বারাসাত সাংগঠনিক জেলার হাবড়া, অশোকনগর–জ্যোতিপ্রিয় মল্লিক (বালু). মধ্যমগ্রাম, বারাসাত, দেগঙ্গা–রথীন ঘোষ। রাজারহাট নিউটাউন, বিধাননগর–তাপস চট্টোপাধ্যায়। দমদম বারাকপুর সাংগঠনিক জেলার আমডাঙা, বীজপুর, নৈহাটি–সুবোধ অধিকারী। ভাটপাড়া, জগদ্দল–হিমাংশু সরকার (বাপি)। নোয়াপাড়া ও বারাকপুর–উত্তম দাস। খড়দহ, পানিহাটি–তীর্থঙ্কর ঘোষ (পুঁচি)। কামারহাটি, বরানগর–অঞ্জন পাল। দমদম, দমদম উত্তর, রাজারহাট গোপালপুর–প্রবীর পাল (কেটি)।
হাওড়া সদর সাংগঠনিক জেলার হাওড়া উত্তর, শিবপুর, বালি, হাওড়া মধ্য–মনোজ তিওয়ারি। পঁাচলা, জগদবল্লভপুর, ডোমজুড়, হাওড়া দক্ষিণ–কল্যানেন্দু ঘোষ। হাওড়া গ্রামীন সাংগঠনিক জেলার উলুবেড়িয়া দক্ষিণ, সঁাকরাইল, উলুবেড়িয়া পূর্ব, আমতা–অজয় ভট্টাচার্য। উদয়নারায়নপুর, শ্যামপুর, বাগনান, উলুবেড়িয়া উত্তর–সমীর কুমার পঁাজা। শ্রীরামপুর সাংগঠনিক জেলার উত্তরপাড়া, জাঙ্গিপাড়া, চন্ডীতলা–দিলীপ যাদব। চন্দননগর, ধনিয়াখালি, সিঙ্গুর–বেচারাম মান্না। শ্রীরামপুর, চাঁপদানি, চুঁচুড়া–সুবীর মুখোপাধ্যায়। সপ্তগ্রাম, বলাগড়, পাণ্ডুয়া–রঞ্জন ধঁাড়া। হুগলি-আরামবাগ সাংগঠনিক জেলার হরিপাল, তারকেশ্বর–স্বপন কুমার সামন্ত। পুড়শুড়া, খানাকুল–শেখ মেহবুব রহমান। আরামবাগ, গোঘাট–স্বপন নন্দী। পূর্ব বর্ধমান সাংগঠনিক জেলার কালনা, পূর্বস্থলী উত্তর, পূর্বস্থলী দক্ষিণ, মন্তেশ্বর–স্বপন দেবনাথ। রায়না, মেমারি, জামালপুর, খণ্ডঘোষ– ডাঃ শর্মিলা সরকার। বর্ধমান উত্তর, বর্ধমান দক্ষিণ, গলসি, ভাতার–শান্তনু কোনার। কাটোয়া, আউশগ্রাম, কেতুগ্রাম, মঙ্গলকোট–কঁাকলি গুপ্ত তা। পশ্চিম বর্ধমান সাংগঠনিক জেলার দুর্গাপুর পূর্ব, দুর্গাপুর পশ্চিম–প্রদীপ মজুমদার। কুলটি, আসানসোল উত্তর–মলয় ঘটক। বারাবনি, জামুরিয়া, পান্ডবেশ্বর–ভি শিবদাসন দাসু। রানীগঞ্জ, আসানসোল দক্ষিণ–তাপস বন্দ্যোপাধ্যায়।
দক্ষিণ ২৪ পরগনার সুন্দরবন সাংগঠনিক জেলার কুলপি, রায়দিঘি, পাথরপ্রতিমা–শ্রীমন্ত মালি। সাগর, কাকদ্বীপ, মন্দিরবাজার–শান্তনু বাপুলি। মগরাহাট পূর্ব, জয়নগর–দিলীপ জাটুয়া। ক্যানিং পশ্চিম, ক্যানিং পূর্ব, ভাঙড়, সাতগাছিয়া–শওকত মোল্লা। মহেশতলা, ডায়মন্ডহারবার, মগরাহাট পশ্চিম–শামিম আহমেদ মোল্লা। বিষ্ণুপুর, বারুইপুর পশ্চিম ও বারুইপুর পূর্ব–দিলীপ মণ্ডল। সোনারপুর দক্ষিণ, সোনারপুর উত্তর–ডঃ পার্থসারথী গঙ্গোপাধ্যায়। ফলতা, বজবজ, মেটিয়াবুরুজ–জাহাঙ্গির খান। কলকাতা দক্ষিণ সাংগঠনিক জেলা–বেহালা পূর্ব ও বেহালা পশ্চিম–অভিজিৎ মুখোপাধ্যায়। কসবা, বালিগঞ্জ, রাসবিহারী–বৈশ্বানর চট্টোপাধ্যায়। যাদবপুর, টালিগঞ্জ–বাপ্পাদিত্য দাশগুপ্ত। ভবানীপুর, কলকাতা বন্দর–প্রিয়দর্শিনী হাকিম। কলকাতা উত্তর সাংগঠনিক জেলার বেলেঘাটা, এন্টালি–স্বপন সমাদ্দার। শ্যামপুকুর, কাশিপুর-বেলগাছিয়া–জীবন সাহা। জোঁড়াসাঁকো, চৌরঙ্গি–কুণাল ঘোষ। মানিকতলা–শ্রেয়া পান্ডে।
পূর্ব মেদিনীপুরের তমলুক সাংগঠনিক জেলার মহিষাদল, নন্দকুমার, হলদিয়া, ময়না–শিবানী দে কুন্ডু। পঁাশকুড়া পূর্ব, পঁাশকুড়া পশ্চিম, তমলুক, নন্দীগ্রাম–রাজীব বন্দে্যাপাধ্যায়। কঁাথি সাংগঠনিক জেলার কঁাথি দক্ষিণ, কঁাথি উত্তর, রামনগর, এগরা–সুপ্রকাশ গিরি। চন্ডীপুর, ভগবানপুর, পটাশপুর, খেজুরি–অমিয়কান্তি ভট্টাচার্য। মেদিনীপুর সাংগঠনিক জেলার শালবনি, গড়বেতা ও মেদিনীপুর–নির্মল ঘোষ। কেশিয়ারি, নারায়নগড়, দঁাতন–সূর্যকান্ত অট্ট। খড়গপুর গ্রামীন, খড়গপুর সদর–প্রদীপ সরকার। ঘাটাল সাংগঠনিক জেলা চন্দ্রকোনা, দাশপুর, ঘাটাল–আশিস হুদাইত। ডেবরা, সবং, কেশপুর, পিংলা–মানসরঞ্জন ভূইঞা। ঝাড়গ্রাম সাংগঠনিক জেলা গোপিবল্লভপুর, ঝাড়গ্রাম–অজিত মাহাতো। বিনপুর, নয়াগ্রাম–চিন্ময়ী মারান্ডি। পুরুলিয়া সাংগঠনিক জেলার পারা, পুরুলিয়া, রঘুনাথপুর–সুজয় বন্দ্যোপাধ্যায়। বান্দোয়ান, কাশিপুর, মানবাজার–হংসেশ্বর মাহাতো। বলরামপুর, বাঘমুন্ডি, জয়পুর–সুশান্ত মাহাতো। বাকুড়া সাংগঠনিক জেলার শালতোড়া, ছাতনা, বাঁকুড়া–রথীন বন্দে্যাপাধ্যায়। তালডাংরা, রানিবাঁধ, রায়পুর–রাজকুমার সিংহ। বিষ্ণুপুর সাংগঠনিক জেলার বড়জোড়া, সোনামুখি, ইন্দাস–অরূপ খাঁ। বিষ্ণুপুর, কোতলপুর, ওন্দা–দেবনাথ বাউড়ি। বীরভূম সাংগঠনিক জেলার লাভপুর, সাঁইথিয়া, বোলপুর, মুরারই, ময়ুরেশ্বর, রামপুরহাট, হঁাসন, দুবরাজপুর, সিউড়ি, নলহাটি, নানুর–১১টি বিধানসভার দায়িত্বে দলের কোর কমিটি।
